Lip Care Routine

ঠোঁটের রূপটান হোক নিখুঁত, কালচে ছোপ ঢাকার কৌশল শিখে রাখুন

ঠোঁট আর্দ্রতা হারালে মূলত কালচে দাগছোপ দেখা দেয়। গাঢ় রঙের লিপস্টিক পরেও সেই দাগছোপ আড়াল করা যায় না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৮:৪০
Share:

ঠোঁটের কালচে ছোপ ঢাকার কৌশল জেনে রাখুন। ছবি: ফ্রিপিক।

নামীদামি সংস্থার লিপস্টিক ও লিপগ্লস ব্যবহার করলেও সকলের ত্বকে সব কিছু খাপ খায় না। নিয়মিত লিপস্টিক পরলে অনেকের ত্বকেই কালচে ছোপ পড়ে। আর্দ্রতা হারালেও ঠোঁট বিবর্ণ হয়ে যায়। ঠোঁট কালো হয়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করা জরুরি। নিয়মিত ধূমপানের অভ্যাসও কালো ঠোঁটের একটা বড় কারণ। সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে তোলে ঠোঁটকে। অতিরিক্ত চা-কফি পানের অভ্যাস থাকলে ঠোঁট কালচে হয়ে যেতে পারে। ঠোঁটের কালচে দাগ দূর করে পুনরায় গোলাপি আভা ফিরিয়ে আনতে পারেন কিছু প্রাকৃতিক ও সহজ পদ্ধতির সাহায্যে। ঘরেই মিলবে, এমন টুকিটাকি সামগ্রী ব্যবহার করলে পেতে পারেন সহজ সমাধান।

Advertisement

ঠোঁটের ত্বক ভাল রাখতে নিয়মিত কাঠবাদামের তেল বা শসার রস লাগাতে পারেন। এতে ঠোঁটে দাগছোপ পড়বে না। ঠোঁটের কালো দাগছোপ দূর করতে পারে গোলাপজলও। গোলাপ জলে তুলো ভিজিয়ে ঠোঁটের চারিধারে ভাল করে বুলিয়ে নিন। মাঝেমধ্যে এটি করলেই ঠোঁটে গোলাপি আভা থাকবে।

ঠোঁটের মেকআপের প্রসঙ্গে আসা যাক। ঠোঁটের রূপটানের আগে অবশ্যই লিপ স্ক্রাব এবং নরম ব্রাশ দিয়ে ঠোঁটের মৃত কোষ তুলে ফেলতে হবে। এর পর নরম তোয়ালে দিয়ে ঠোঁট মুছে নিন।

Advertisement

মেকআপের আগে ঠোঁটে কনসিলার লাগান। কনসিলার যে কোনও ধরনের দাগছোপ তুলে দিতে পারে। আঙুল বা ব্রাশ দিয়ে ঠোঁটে কনসিলার লাগিয়ে নিতে হবে। এর উপর লিপস্টিক পরলে লিপস্টিকের আসল রং খুলে বেরোবে। একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা ভাল। এতে ঠোঁটের কালচে ভাব সহজে বোঝা যাবে না। যদি ন্যুড মেকআপ চান, তা হলে লিপস্টিক লাগানোর অন্তত ১৫ মিনিট আগে লিপ বাম লাগিয়ে নিতে হবে। সানস্ক্রিন সমৃদ্ধ লিপবাম হলেই ভাল। এর পর কনসিলার লাগিয়ে সামান্য ফাউন্ডেশন লাগিয়ে নিন। নিজের ত্বকের রঙের চেয়ে গাঢ় রঙের লিপস্টিক বেছে নিন। প্রথমে ন্যুড লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। এর পর ম্যাট ফিনিশ লিপস্টিক বা লং স্টে লিপ কালার বাছুন। গ্লসি লিপস্টিক এ ক্ষেত্রে ব্যবহার না করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement