দ্রুত পাকা চুল লুকিয়ে ফেলার কৌশল। ছবি: সংগৃহীত।
সময়ের আগেই পাক ধরেছে চুলে। আয়নার সামনে দাঁড়ালেই খানকয়েক সাদা চুল নজরে আসে। আর কাঁচা-পাকা চুলের সাজ আপনার পছন্দ নয়। তাই ওই কয়েকখানা চুলকে আড়াল করার জন্য চুল গোড়া থেকে ছিঁড়ে ফেলেন বা মনখারাপ করে বসে থাকেন। তার চেয়ে বরং সহজ ক’টি পথ অবলম্বন করে দেখতে পারেন। সেজে বেরোনোর আগে মিনিটখানেক সময় ব্যয় করলেই উধাও হয়ে যাবে পাকা চুল।
পাকা চুল লুকিয়ে ফেলার কৌশলগুলি কী?
রুট টাচ-আপ স্প্রে: সবচেয়ে সহজ কৌশল। দ্রুত কাজও হয়। রুট টাচ-আপ স্প্রে তৎক্ষণাৎ সাদা বা ধূসর রঙের চুলকে কালো করে দিতে পারে। একেবারে গোড়া থেকে কাজ করে। এমন একটি শেড বেছে নিন, যা আপনার চুলের রঙের সঙ্গে খাপ খায়। ব্যবহারের সময়ে স্প্রে-র বোতল ভাল করে ঝাঁকিয়ে নিয়ে চুলে স্প্রে করুন। মিনিটখানেক অপেক্ষা করে আঁচ়ড়ে নিন। সেট করার জন্য উপরে একটু ট্রান্সলুসেন্ট পাউডার লাগাতে পারেন। ২ মিনিটেরও কম সময়ে কাজ সারা।
হেয়ার মাস্কারা: তুলির এক টানেই রংবদল। ঝটপট পাকা চুল কালো করতে হলে মাস্কারার ব্রাশটি সরাসরি বুলিয়ে দিতে হবে জায়গা মতো। তার পর শুকোনোর জন্য অপেক্ষা করুন। আপনার চুলের ধরনের উপর নির্ভর করে ৩-৫ মিনিটের মধ্যে ফল পেয়ে যাবেন।
ঝটপট পাকা চুল কালো করতে হলে মাস্কারার ব্রাশটি সরাসরি বুলিয়ে দিতে হবে জায়গা মতো। ছবি: সংগৃহীত।
হেয়ার-কালার পাউডার বা টাচ-আপ স্টিক: পাউডার বা স্টিক আকারে পাওয়া যায়। অনেকেই তাৎক্ষণিক প্রয়োজনে পাকা চুলের ভোল পাল্টাতে এগুলি ব্যবহার করেন, পাকা চুলের গোড়া থেকে স্টিক বুলিয়ে নিন অথবা ব্রাশ এবং তুলোর বল দিয়ে পাউডার মাখিয়ে দিন। ২-৩ মিনিটের মধ্যেই কেশসজ্জা শুরু করে দিতে পারেন।
পরচুল: নানাবিধ স্প্রে বা পাউডার দিয়ে কৃত্রিম রং করার পক্ষপাতী নন আপনি? সে ক্ষেত্রে ক্লিপ-ইন এক্সটেনশন বা কেতাদুরস্ত স্কার্ফ বা হেডব্যান্ড ব্যবহার করতে পারেন। রঙের প্রয়োজন নেই। ক্লিপ-ইনের জন্য পাকা চুলগুলিকে আলাদা করে নিন। ক্লিপ দিয়ে সরু পরচুলটি আটকে নিন। স্কার্ফ বা হেডব্যান্ড ব্যবহার করতে চাইলে পাকা চুলের ঘনত্ব যেখানে বেশি, তার উপর দিয়ে বেঁধে দিতে হবে। ক্লিপ-ইনের জন্য ৩-৫ মিনিট আর স্কার্ফের জন্য ১-২ মিনিট ব্যয় করলেই যথেষ্ট।