Harsingar flower Benefits

চুলের জন্য কেন ভাল শিউলি ফুলের নির্যাস? ব্যবহারের বিধি জানলে মাথার ত্বকের ব্রণও কমবে

শিউলি ফুলের নির্যাসে এতটাই অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা রুক্ষ চুলের সমস্যা দূর করতে পারে। সঠিক পদ্ধতিতে এই ফুলের নির্যাস যদি ব্যবহার করা যায়, তা হলে চুলের যে কোনও সমস্যার সমাধান হতে পারে। কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০
Share:

শিউলি ফুল কী ভাবে ব্যবহার করলে চুল লম্বা হবে তাড়াতাড়ি? ছবি: ফ্রিপিক।

চুলের স্বাস্থ্য ভাল রাখতে জবা ফুলের উপকারিতার কথা কমবেশি সকলেরই জানা। শিউলি ফুলও যে চুলের জন্য ভাল, তা জানা আছে কি? শিউলি ফুলের নির্যাসে এতটাই অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা রুক্ষ চুলের সমস্যা দূর করতে পারে। সঠিক পদ্ধতিতে এই ফুলের নির্যাস যদি ব্যবহার করা যায়, তা হলে চুল বাড়বে খুব তাড়াতাড়ি। চুল পড়ার সমস্যাও কমবে।

Advertisement

চুলের জন্য কেন ভাল শিউলি ফুল?

‘জার্নাল অফ ফার্মাকোলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি’-তে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকেরা জানিয়েছেন, শিউলি ফুলে রয়েছে ফেনোলিকস ও ফ্ল্যাভনয়েড অ্যান্টি-অক্সিড্যান্ট যা মাথার ত্বকের অ্যালার্জি জনিত সমস্যা দূর করতে পারে। এই অ্যান্টি-অক্সিড্যান্ট চুলের গোড়ায় মেলানিন তৈরি করতে পারে, ফলে অকালে চুলে পাক ধরে না এবং চুলের ঘনত্বও বাড়ে।

Advertisement

শিউলি ফুলে থাকা গ্লাইকোসাইড ও অ্যালকালয়েডের ঔষধি গুণ রয়েছে, যা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল। তাই এই ফুলের নির্যাস চুলের পরিচর্চায় ব্যবহার করলে খুশকি, মাথার ত্বকের ব্রণ, মৃত কোষ দূর হবে। চুলও কোমল এবং মসৃণ হবে।

কী ভাবে ব্যবহার করবেন?

ফুল বেটে

টাটকা শিউলি ফুল ভাল করে ধুয়ে নিয়ে বেটে নিতে হবে। এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন। ফুল ও তেলের মিশ্রণ ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। তার পর হালকা কোনও ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই চুল নরম ও জেল্লাদার হবে। খুশকির সমস্যা দূর হবে।

জলে ভিজিয়ে

পরিষ্কার জলে ৭ থেকে ৮টি শিউলি ফুল ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে ভাল হয়। এই জল ছেঁকে রেখে দিন। প্রতি বার শ্যাম্পু করার পরে এই জল দিয়ে চুল ধুয়ে নিতে পারলে রুক্ষ চুলের সমস্যা দূর হবে।

বীজ বাটা

শিউলি ফুল ও বীজ ভাল করে বেটে নিন। এর সঙ্গে নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে কিছু ক্ষণ রেখে দিন। এই মিশ্রণ চুলে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন তিন ব্যবহার করলে মাথার ত্বকের মৃত কোষ দূর হবে। চুল লম্বা হবে এবং ঘনত্বও বাড়বে।

শিউলি ফুলের তেল

দোকানে শিউলি ফুলের তেল কিনতে পাওয়া যায়। এসেনশিয়াল অয়েল হিসেবে বিক্রি হয়। সেই তেলের তিন ফোঁটা নিয়ে তার সঙ্গে চার ফোঁটা জোজোবা অয়েল মিশিয়ে ভাল করে মাথার ত্বকে মালিশ করতে পারেন। মাথার ত্বকে ব্রণ, র‌্যাশ বা চুলকানির সমস্যা থাকলে, তা দূর হবে খুব তাড়াতাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement