Hair Care Tips

পুজোর আগে চুলের ভোল পাল্টে ফেলুন মেথি পাতা দিয়ে! কী ভাবে বানাবেন হেয়ার মাস্ক?

মেথি একাধারে যেমন চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় তেমনই খুশকিও দূর করতে পারে এবং চুলকে নরম ও উজ্জ্বল রাখতেও সাহায্য করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬
Share:

ছবি : সংগৃহীত।

চুলের জন্য মেথি পাতার উপকারের শেষ নেই। মেথিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ভিটামিন সি এবং পটাসিয়াম। যার প্রত্যেকটিই চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মেথি একাধারে যেমন চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় তেমনই খুশকিও দূর করতে পারে এবং চুলকে নরম ও উজ্জ্বল রাখতেও সাহায্য করে।

Advertisement

১. মেথি পাতা ও দইয়ের মাস্ক

এক মুঠো মেথি পাতা, ২-৩ চামচ টক দই, এবং সামান্য জল দিয়ে বেটে নিন। তার পরে মেশান টক দই। চুল এবং মাথার ত্বকে এই প্যাকটি ভালোভাবে লাগান। ৩০-৪০ মিনিট রেখে দিন, তারপর একটি হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলকে কন্ডিশনিং করে, খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

Advertisement

২. মেথি পাতার তেল

একটি পাত্রে ৫ টেবিল চামচ নারকেল তেল আর এক মুঠো মেথি পাতা দিয়ে ভাল ভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। তার পরে একটি কাচের পাত্রে সেটি ভরে রাখুন। সপ্তাহে ২-৩ বার এই তেলটি মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলকে মজবুত করে।

৩. মেথি পাতা বাটা

এক মুঠো মেথি পাতা ভালোভাবে ধুয়ে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপরে সেই পেস্ট সরাসরি মাথার ত্বকে লাগিয়ে আলতোভাবে মাসাজ করুন। ১৫-২০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement