Valentino Garavani Death

প্রয়াত ভ্যালেন্টিনো! নায়িকাদের স্বপ্নের পোশাকে সাজানো ইটালীয় শিল্পীর বয়স হয়েছিল ৯৩

নারীকে সাজাতে জানতেন ভ্যালেন্টিনো। হয়তো তাই তাঁর পোশাকে দারুণ সৃষ্টিশীল কারিকুরি না থাকলেও তা দেখতে লাগত অসাধারণ। তিনি মনে করতেন মহিলাদের লাল রঙে সবচেয়ে মোহময়ী লাগে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০১:২৮
Share:

প্রয়াত ভ্যালেন্টিনো গারাভানি। —ছবি : সংগৃহীত

পোশাকে নাটকীয়তা তৈরির জাদুকর ইটালির পোশাকশিল্পী ভ্যালেন্টিনো গারাভানি প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩।

Advertisement

অস্কার থেকে শুরু করে কান হয়ে গোল্ডেন গ্লোব এবং আরও নানা চলচ্চিত্র উৎসব ও আন্তর্জাতিক পুরস্কারের রেড কার্পেটে তারকারা এ কালে যে গ্ল্যামারাস অবতারে ধরা দেন, তার নেপথ্যে থাকে নাটকীয় পোশাক। আজ থেকে বহু বছর আগে পোশাকে সেই নাটকীয়তা আর মোহ সৃষ্টি করার কথা ভাবতে শুরু করেছিলেন ভ্যালেন্টিনো। ষাটের মাঝামাঝি থেকে সত্তর এবং আশির দশকে তাঁর নকশা করা গাউন ছিল হলিউডের নায়িকাদের কাছে স্বপ্নপূরণের মতো। জুলিয়া রবার্টস থেকে জেনিফার লোপেজ হয়ে জেনিফার অ্যানিস্টন, শ্যারন স্টোন, গিনেথ প্যাল্ট্রো, নিকোল কিডম্যান-সহ অনেকেই ভ্যালেন্টিনোর তৈরি করা পোশাক পরেছেন। আর যাঁরা এক বার পরেছেন তাঁরা বার বার ফিরে এসেছেন ভ্যালেন্টিনোর কাছে।

১৯৬০ সালে ভ্যালেন্টিনো প্রতিষ্ঠা করেন নিজের নামের ফ্যাশন হাউস। আর সম্ভবত হলিউডের নায়িকাদের মধ্যে বাড়তে থাকা জনপ্রিয়তার জেরেই দ্রুত জর্জিও আরমানির মতো ব্র্যান্ডের সঙ্গে সমানে সমানে তুলনা হতে শুরু করে ভ্যালেন্টিনো ফ্যাশন হাউসের। ২০২৫ সালের সেপ্টেম্বরে জর্জিও আরমানি প্রয়াত হন। সেই দিক দিয়ে দেখলে ইটালির ফ্যাশনজগতে পর পর ধাক্কা লাগল।

Advertisement

নারীকে সাজাতে জানতেন ভ্যালেন্টিনো। হয়তো তাই তাঁর পোশাকে দারুণ সৃষ্টিশীল কারিকুরি না থাকলেও তা দেখতে লাগত অসাধারণ। তিনি মনে করতেন, মহিলাদের লাল রঙে সবচেয়ে মোহময়ী লাগে। এই ভাবনা থেকে একটি আলাদা লাল রংই তৈরি করে ফেলেছিলেন পোশাকশিল্পী। সেই বিশেষ লাল রঙের নাম দিয়েছিলেন নিজের নামেই। ভ্যালেন্টিনো রেড। পোশাকের সৌন্দর্যের ব্যাপারে এতটাই আবেগ ছিল তাঁর।

১৯৩২ সালে রোমে জন্ম ভ্যালেন্টিনোর। তিনি যখন প্রাথমিক স্কুলে পড়াশোনা করছেন, তখন থেকেই ফ্যাশনে হাতেখড়ি হয় তাঁর। কাকিমা পোশাক বানাতেন। তাঁকে সাহায্য করতেন ভ্যালেন্টিনো। পরবর্তী সময়ে ফ্যাশনের প্রতি আগ্রহ বাড়ে। ১৭ বছর বয়সে এই নিয়ে পড়াশোনা করতে প্যারিসে যান। ১১ বছরের মধ্যে খোলেন নিজের ব্র্যান্ড।

সোমবার রাতে (ভারতীয় সময়ে) নিজের রোমের বাড়িতেই মৃত্যু হয় শিল্পীর। পরিবারের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শেষ মুহূর্তে শিল্পীকে ঘিরে ছিলেন তাঁর প্রিয়জনেরা। আপাতত তাঁর দেহ রোমের পিয়াজা মিগনেনালিতে শায়িত থাকবে ২১ এবং ২২ জানুয়ারি। তার পরে হবে শেষকৃত্যের অনুষ্ঠান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement