Skin Care Tips

ত্বকে তারুণ্য আনতে কার্যকরী জুঁইয়ের তেল! কী ভাবে কাজ করে? ব্যবহারের পদ্ধতি কী?

অ্যারোমাথেরাপি এবং ত্বকের পরিচর্যার তারকা শিল্পী ব্লসম কোচর বলছেন, ‘‘ত্বককে পুনরুজ্জীবিত করতে জুঁইয়ের তেল অত্যন্ত উপকারী। শুধু তা-ই নয়, ত্বকের আর্দ্রতা বজায় রেখে, ত্বকে দারুণ ঔজ্জ্বল্যও আনতে পারে জুঁইয়ের তেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৬
Share:

জুঁইয়ের তেল কী ভাবে সাহায্য করে ত্বকের তারুণ্য ধরে রাখতে? ছবি: শাটারস্টক।

পলকা পাপড়ি, ভুরভুরে সুগন্ধ আর দেখতে ছোট্ট সাদা বনগোলাপের মতো জুঁইফুলের কদর সৌন্দর্য্যপ্রেমীদের কাছে বরাবরই বেশি। সেই জুঁইফুল আবার প্রাকৃতিক ভাবে ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধি করতেও সাহায্য করে! শুধু তা-ই নয় রূপটান শিল্পীরা বলছেন, জুঁই ফুলের তেল নিয়মিত ত্বকে ব্যবহার করলে তা ত্বকে টানটান ভাব বজায় রেখে তারুণ্য ধরে রাখতেও সাহায্য করে। অ্যারোমাথেরাপি এবং ত্বকের পরিচর্যার তারকা শিল্পী ব্লসম কোচর বলছেন, ‘‘ত্বককে পুনরুজ্জীবিত করতে জুঁইয়ের তেল অত্যন্ত উপকারী। শুধু তা-ই নয়, ত্বকের আর্দ্রতা বজায় রেখে, ত্বকে দারুণ ঔজ্জ্বল্যও আনতে পারে জুঁইয়ের তেল।’’

Advertisement

ছবি: সংগৃহীত।

কী কী ভাবে ত্বককে ভাল রাখে জুঁইয়ের তেল?

১। ত্বকের টানটান ভাব বজায় রেখে ত্বককে প্রাকৃতিক ভাবে ভরাট দেখাতে সাহায্য করে।

Advertisement

২। ত্বকের ক্ষতি মেরামত করতে সাহায্য করে জুঁইয়ের তেল। ফলে দাগ ছোপ দূর হয়।

৩। ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের স্বাস্থ্য ভাল রাখে এবং ত্বকে মসৃণ ভাব আনতে পারে।

৪। জুঁইয়ের তেল এগজ়িমা, র‌্যাশ, ব্রণ-ফুস্কুড়ির মতো সমস্যাও দূর করতে সাহায্য করে।

কী ভাবে ব্যবহার করবেন?

১। ৪-৫ ফোঁটা জুঁইয়ের তেলের সঙ্গে নারকেল তেল বা আমন্ডের তেল মিশিয়ে আগে হাতের ভিতরের দিকের ত্বকে প্যাচ টেস্ট করুন। তার পরে ত্বকে ব্যবহার করুন।

২। অথবা আপনার পছন্দের ময়েশ্চারাইজ়ার বা ফেস সেরাম বা ফেস প্যাকের সঙ্গে জুঁইয়ের তেল মিশিয়ে ব্যবহার করুন।

৩। স্নানের জলেও দু’-এক ফোঁটা জুঁইয়ের তেল দিয়ে স্নান করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement