৪৫ ছুঁইছুঁই বয়সেও সানির সৌন্দর্যের রহস্য কী? ছবি: সংগৃহীত।
পর্দায় থাকুন কিংবা না থাকুন, সানি লিওনিকে নিয়ে চর্চার অন্ত নেই। সানির ব্যক্তিজীবন নিয়ে যেমন কৌতূহল আছে, তেমনই তাঁর সৌন্দর্যের রহস্য জানতে উৎসুক অনুরাগীরও অভাব নেই। সানির বয়স প্রায় ৪৫ ছুঁইছুঁই। কিন্তু তাঁর ত্বকের পেলবতা আর তারুণ্য তা বলছে না। ত্বকের জৌলুসে পিছনে ফেলে দেবেন অনেককেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন কী ভাবে তিনি রূপচর্চা করেন।
মেকআপ না মুছে ঘুমোন না সানি। যতই ক্লান্ত হোন, যত পরিশ্রমই হোক, সানি মেকআপ তুলে তবেই ঘুমোতে যান। সানি বলেন, ‘‘রাতে আমি নিয়ম করে ত্বকের পরিচর্যা করি। বয়স অল্প হোক বা বেশি— এই বিষয়টির সঙ্গে কখনও কোনও রকম আপস করা উচিত নয়।’’
নামীদামি প্রসাধনী, নানা রকম ট্রিটমেন্ট তো আছেই, তবে সানি মনে করেন, অনেক সময় ঘরোয়া উপায়গুলিও কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। সানি বলেন, ‘‘আপনার যদি ব্রণের সমস্যা থাকে তা হলে একটি অ্যালো ভেরা গাছ বাড়ির বারান্দায় রেখে দিন। যখনই ব্রণ হবে, অ্যালো ভেরা গাছ কেটে খানিকটা শাঁস বার করে মুখে মেখে নিন। কিছু ক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন, ত্বকের জেল্লাই একেবারে বদলে গিয়েছে।’’
কেবল পুরুষেরা নন, মহিলারাও সানির রূপের ভক্ত। কী ভাবে এত সুন্দর চেহারা ধরে রেখেছেন তিনি, প্রশ্ন করেছেন তাঁর অনুরাগীরা। সানি বলেন, ‘‘আমি একজন মডেলের কাছ থেকে জানতে চেয়েছিলাম তার মাখনের মতো মোলায়েম ত্বকের রহস্য কী। সে আমায় জানিয়েছিল, তার সৌন্দর্যের মন্ত্র হল নিয়মানুবর্তিতা। সূর্যের আলো থেকে ত্বক বাঁচিয়ে রাখা, যে প্রসাধনীগুলি আপনার ত্বকের উপযোগী সেগুলি ব্যবহার করা, বারে বারে প্রসাধনী বদল না করা— এই সব নিয়ম মেনে চললেই ত্বক ভাল রাখা সম্ভব। সকলের ত্বকের জন্য সব প্রসাধনী ভাল নয়, তাই কোনটা আপনার ত্বকের জন্য উপযোগী, তা বাছাই করা ভীষণ জরুরি।’’