মেকআপ দুনিয়ায় এ বার পা রাখল লুই ভিতোঁ। ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক বিলাসী ব্র্যান্ড লুই ভিতোঁ এ বার পা রাখল মেকআপ জগতেও। রূপটান শিল্পী প্যাট ম্যাকগ্র্যাথের সঙ্গে যৌথ উদ্যোগে লুই ভিতোঁ বাজারে নিয়ে এল তাদের প্রথম ‘মেকআপ কালেকশন’ যার নাম ‘লা বিউটি’।
আপাতত শুধু চোখ আর ঠোঁটের প্রসাধনী বাজারে এনেছে লুই ভিতোঁ। তাদের এলভি অমব্রেস আইশ্যাডো প্যালেটের দাম ২৫০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২১,৭০০ টাকা)। আট ধরনের আইশ্যাডো প্যালেট তৈরি করেছে তারা। লুই ভিতোঁর শিয়ার বম লিপ বামের দাম ১৬০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,০০০ টাকা)। লিপ বামের ১০টি শেড পাবেন গ্রাহকেরা। সংস্থাটি ৫৫ প্রকার শেডের লিপস্টিকও বাজারে এনেছে। এলভি রাউজ় লিপস্টিকের দাম ১৬০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,০০০ টাকা)।
চিনের বাজারে এই প্রসাধনীগুলি ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। ২৯ অগস্ট থেকে অনলাইনে এবং বিশ্বজুড়ে কিছু বাছাই করা লুউ ভিতোঁ স্টোরে এই প্রসাধনীগুলি পাওয়া যাবে। বাজারে ইতিমধ্যেই লুই ভিতোঁর লিপস্টিকের দাম শুনে চোখ কপালে উঠেছে অনেকের। ১৪,০০০ টাকার লিপস্টিক আদৌ কত জন কিনবেন, তা নিয়ে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। এর আগে সুগন্ধি আর ব্যাগ, বেল্ট, জুতো ট্রাভেল অ্যাকসেসরিজ়ের জন্য প্রসিদ্ধ এই ফরাসি সংস্থা প্রসাধনী দুনিয়ায় কতটা নজর কাড়তে পারে, সেই দিকেই এখন তাকিয়ে থাকবে ফ্যাশন জগৎ।