Homemade Perfume

গরমে সুগন্ধির পিছনে গুচ্ছের টাকা ওড়াচ্ছেন? বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ডিয়োডোর‌্যান্ট

বাজারজাত এই সুগন্ধিগুলি ব্যবহার করলে ক্ষতির আশঙ্কাই বেশি। তাই বাড়িতে যদি এই সুগন্ধি তৈরি করার উপায় জানা থাকে, তা হলেই সমস্যার সমাধান হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১০:১৪
Share:

ছবি: সংগৃহীত।

টেলিভিশনের বিজ্ঞাপনে যেমন দেখায়, তেমন করেই চারদিকে উড়িয়ে সুগন্ধি মাখেন। গরমে ঘামের দুর্গন্ধ ঢাকতে বোতল বোতল সুগন্ধি শেষ হয়ে যাচ্ছে। রাসায়নিক সমস্ত সুগন্ধি মেখে জামায় দাগ যেমন হচ্ছে বাহুমূলেও কালচে ছোপ পড়ছে। বাজারজাত এই সুগন্ধিগুলি ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনাই বেশি। তাই বাড়িতে যদি এই সুগন্ধি তৈরি করার উপায় জানা থাকে, তা হলে খরচ এবং ত্বক দুই-ই বাঁচে। ঘরোয়া কিছু জিনিস দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় দোকানের মতো সুগন্ধি। জেনে নিন কী ভাবে বানাতে হয়।

Advertisement

বাড়িতে সুগন্ধি বানাতে কী কী লাগবে?

১) বেকিং সোডা: আধ কাপ

Advertisement

২) অ্যারারুট: আধ কাপ

৩) নারকেল তেল: ৫ টেবিল চামচ

৪) এসেন্সিয়াল অয়েল: ১০ থেকে ১৫ ফোঁটা

পদ্ধতি

১) প্রথমে একটি বাটিতে বেকিং সোডা এবং অ্যারারুট নিয়ে ভাল করে মিশিয়ে নিন।

২) এর মধ্যে মিশিয়ে নিন নারকেল তেল।

৩) এ বার পছন্দের এসেন্সিয়াল অয়েল দিতে পারেন কয়েক ফোঁটা।

৪) ভাল করে মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে ফেললেই তৈরি হয়ে যাবে সুগন্ধি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement