Mrunal Thakur's Skin Care Tips

মৃণাল ঠাকুরের মতো ঝকঝকে ত্বক পাওয়া খুব সহজ, যা যা মাখেন তা প্রায় সব বাড়িতেই থাকে

ত্বক ও চুলের যত্নে দামি প্রসাধনী নয়, সকাল থেকে রাত অবধি রূপচর্চায় সেই সব জিনিসই ব্যবহার করেন মৃণাল যা প্রায় সব বাড়িতেই থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১২:৫০
Share:

সাধারণ কয়েকটি উপকরণেই মৃণালের মতো লাবণ্য পাবেন। ফাইল চিত্র।

অভিনেত্রী মানেই যে দামি প্রসাধনী মেখে সুন্দরী হবেন তা নয়। মৃণাল ঠাকুরকেই দেখা যাক। সম্প্রতি বেশ কিছু সাক্ষাৎকারে মৃণাল জানিয়েছেন, নামী দামি ব্র্যান্ডের প্রসাধনীতে তাঁর ভরসা নেই। সিনেমার খাতিরে যে টুকু মেকআপ করতে হয়, সেটাই। তার বাইরে ঘরোয়া উপকরণেই ত্বক ও চুলের পরিচর্যা করেন তিনি। মা-ঠাকুরমারা ছোটবেলায় আমন্ড অয়েল মাখাতেন বেশ করে। তাতেই ত্বক নরম ও মসৃণ থাকত। এখনও সেই টোটকাতেই ভরসা রেখেছেন। পাশাপাশি, সকাল থেকে রাত অবধি রূপচর্চায় তিনি সেই সব জিনিসই ব্যবহার করেন যা প্রায় সব বাড়িতেই থাকে।

Advertisement

সকালে কী মাখেন মৃণাল?

সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে আগে মুখ পরিষ্কার করেন অ্যালোভেরা জেল দিয়ে। এই অ্যালো ভেরা বাড়ির বাগানেই ফলান মৃণাল। পাতা তুলে তার ভিতর থেকে জেল বার করে মুখে মাখেন। এর পর ময়েশ্চারাইজ়ার মেখে নেন। বেরনোর আগে মাখেন এসপিএফ-যুক্ত সানস্ক্রিন।

Advertisement

ফেস স্ক্রাবিং

ত্বকের মৃতকোষ তুলে ঝকঝকে করতে কোনও বাজারচলতি স্ক্রাবার ব্যবহার করেন না। মধু ও ব্রাউন সুগার দিয়ে স্ক্রাব বানিয়ে নেন নিজেই। মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলেন। মৃণাল জানিয়েছেন, মধুতে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। মধুর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণও আছে যা ত্বক স্বাস্থ্যকর রাখে। দাগছোপ হতে দেয় না।

ফেস মাস্ক

মুখের জন্য ফেসপ্যাকও ঘরোয়া উপকরণেই তৈরি করেন। মধুর সঙ্গে কলা চটকে তার সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি হয় ফেস মাস্ক। মৃণাল জানিয়েছেন, পেশার খাতিরে খুব ভারী মেকআপ করতে হয়। দিনের পর দিন এমন মেকআপ করলে ত্বক নষ্ট হতে থাকে। ব্রণ-ফুস্কুড়ির সমস্যা হয়, সহজেই বলিরেখা পড়ে যায়। এর থেকে বাঁচতে তাই প্রাকৃতিক উপকরণেই ভরসা করেন। মধু ও কলার মাস্ক ত্বক নরম ও জেল্লাদার রাখে।

পেঁপের মাস্কও খুব পছন্দ মৃণালের। বাজার থেকে পেঁপে এলে তার কিছুটা তুলে রাখেন। পেঁপে বেটে সেটি মুখে মাখলে দীর্ঘ সময় ত্বকের বলিরেখা পড়বে না বলেই জানিয়েছেন অভিনেত্রী।

চোখের তলার কালচে ভাব তুলতে মৃণালের ভরসা আমন্ড অয়েল। রাতে চোখের তলায় ভাল করে লাগিয়ে রাখেন। আমন্ড অয়েলে থাকে ভিটামিন এ ও ই যা ত্বক ও চুলের জন্য ভাল। এর মধ্যে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং জ়িঙ্কও আছে যা ত্বকে দাগছোপ পড়তে দেবে না। ঠোঁট নরম রাখতেও আমন্ড অয়েলের সঙ্গে মধু মিশিয়ে মাখেন মৃণাল।

চুলের পরিচর্যা

চুল কালো রাখতে নারকেল তেলের সঙ্গে অ্যালো ভেরা জেল মিশিয়ে মাখেন মৃণাল। নারকেল তেল চুল পড়া বন্ধ করে। রুক্ষ ও শুষ্ক চুল নরম ও ঝলমলে করে তুলতে চাইলে নারকেল তেলের কোনও বিকল্প নেই বলেই মনে করেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement