Navya Naveli Nanda

Navya Naveli Nanda: ফের চর্চায় নভ্যা নভেলি নন্দার পোশাক, কী এমন লেখা অমিতাভের নাতনির জামায়

ইনস্টাগ্রামে নভ্যা নভেলি নন্দার ভক্তের সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজারেরও বেশি। মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে আলাপচারিতাতে মেতে ওঠেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৯:০১
Share:

কী পরলেন নভ্যা নভেলি নন্দা ছবি: সংগৃহীত

নেটমাধ্যমে যথেষ্ট সক্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার কন্যা নভ্যা নভেলি নন্দা। ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজারেরও বেশি। মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে আলাপচারিতাতেও মেতে ওঠেন তিনি। এ বার নেটমাধ্যমে একটি সাদা টি শার্টে আলোচনার কেন্দ্র হয়েছেন তিনি।

Advertisement

নভ্যার পোশাকে হিন্দিতে লেখা রয়েছে একটি বিশেষ বার্তা—‘ক- য়ে কনসেন্ট’। নারীদের সম্মতি নিয়ে দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যে নভ্যার এই বার্তা একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করছেন তাঁর অনুগামীরা। সাদা টি-শার্টের সঙ্গে নভ্যা পরেছেন খাকি প্যান্ট।

ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার মানুষ ইনস্টাগ্রামে পছন্দ করেছেন নভ্যার ছবি। মা শ্বেতাও কন্যার ছবিতে মন্তব্য করেছেন। লিখেছেন ‘মিষ্টি’। এক ভক্ত আবার জানতে চেয়েছেন, কোথায় কিনতে পাওয়া যাবে এই পোশাক। রইল সেই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement