Overnight face mask

কাজের ব্যস্ততায় ত্বকের যত্ন নিতে পারেন না, ঘুমনোর আগে মেখে নিন মাস্ক, সকালে মিলবে উজ্জ্বল ত্বক

সারা রাত যেহেতু মাস্ক মুখে লাগানো থাকবে, তাই এমন কোনও মাস্ক ব্যবহার করা যাবে না, যা ত্বকের রন্ধ্রপথগুলি বন্ধ করে দিতে পারে। রাতে মুখের পরিচর্যার জন্য রয়েছে আলাদা মাস্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৯:২৫
Share:

ছবি : সংগৃহীত।

সারা দিন ত্বকের যত্ন নেওয়ার সময় পান না, এমন বহু মানুষ আছেন। তাঁরা মুখের পরিচর্যার জন্য ঘুমনোর সময়টুকু কাজে লাগাতে পারেন। রাতে শোওয়ার আগে মুখ পরিষ্কার করে মুখে মেখে নিন মাস্ক। সকালে উঠে জল দিয়ে মুখ ধুয়ে নিলেই পাবেন ঝকঝকে পরিষ্কার ত্বক। তবে সারা রাত যেহেতু মাস্ক মুখে লাগানো থাকবে, তাই এমন কোনও মাস্ক ব্যবহার করা যাবে না, যা ত্বকের রন্ধ্রপথগুলি বন্ধ করে দিতে পারে। তাই রাতে মুখের পরিচর্যার জন্য রয়েছে আলাদা মাস্ক।

Advertisement

১. মধু ও অ্যালোভেরা মাস্ক

উপাদান: ১ চা চামচ মধু ও ১ চা চামচ অ্যালোভেরা জেল।

Advertisement

ব্যবহার: উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে একটি পাতলা স্তর করে সারা মুখে মেখে সারারাত রেখে দিন। সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে আর্দ্র রাখে, প্রদাহ কমায় এবং উজ্জ্বল করে।

২. গোলাপজল ও গ্লিসারিন মাস্ক

উপাদান: ১ চা চামচ গোলাপজল এবং ১ চা চামচ গ্লিসারিন।

ব্যবহার: এই মিশ্রণটি রাতে মুখ পরিষ্কার করার পর মেখে নিন। এটি ত্বককে গভীরভাবে আর্দ্র করে এবং মসৃণ ও উজ্জ্বল করে তোলে। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য এটি খুব উপকারী।

৩. গ্রিন টি মাস্ক

উপাদান: সামান্য গ্রিন টি (চা বানিয়ে ঠান্ডা করে নেওয়া) এবং আলুর রস।

ব্যবহার: ১ টেবিল চামচ গ্রিন টি-এর সাথে ১ টেবিল চামচ আলুর রস মিশিয়ে নিন। তার পরে ওই মিশ্রণে তুলো ভিজিয়ে সারা মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের মৃত কোষ দূর করতে ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এই মাস্ক

৪. নারকেল তেল, অ্যালোভেরা জেল ও মধু মিশ্রণ

উপাদান: নারকেল তেল, অ্যালোভেরা জেল, মধু এবং সামান্য কাঁচা দুধ।

ব্যবহার: সব উপাদান মিশিয়ে হালকা হাতে মুখে মালিশ করুন এবং সারারাত রেখে দিন। এটি ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বৃদ্ধি করতে সাহায্য করে।

সতর্কতা

১। ব্যবহার করার আগে মুখ ভাল ভাবে পরিষ্কার করে নিন।

২। সকালে উঠে মুখ ভাল ভাবে ধুয়ে নিন।

৩। মুখে মাখার আগে আগে হাতের ত্বকে লাগিয়ে দেখে নিন, কোনও অস্বস্তি না হলে মুখে মাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement