রাতারাতি মুখের জেল্লা ফেরানোর উপায় কী? ছবি: সংগৃহীত।
হঠাৎ করেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা। অফিস সামলে গোছগাছ। এর মধ্যে সালোঁয় যাবেন সেই সময় কই? কিন্তু খাটতে খাটতে চোখমুখের যা অবস্থা, ফেসিয়াল না করলেই নয়। কমবেশি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেককেই। এমন সময় রাতারাতি ত্বকের জেল্লা ফিরবে কী করে?
রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের কদর যথেষ্ট। এমনকি বিভিন্ন প্রসাধনীতেও মেশানো হয় মুলতানি মাটি, টম্যাটো, চালের গুঁড়ো, হলুদ, নিম। সেই সব উপকরণ কাজে লাগিয়ে বাড়িতে চটজলদি ফেশিয়াল করে নিতে পারেন। শোয়ার আগে ফেশিয়াল করলে সকালে উঠে দেখবেন বদলে গিয়েছে মুখচ্ছবি। কালচে হয়ে মুখই দেখাচ্ছে উজ্জ্বল। এ জন্য বিশেষ কিছু নয়, লাগবে একটি টাটকা টম্যাটো।
টম্যাটোয় থাকে লাইকোপেন, যা ত্বক উজ্জ্বল করে। এতে থাকা ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন শরীরে অ্যান্টিঅক্সিড্যান্টের মাত্রা বাড়ায়। ফ্রি র্যাডিক্যালের হাত থেকে কোষকে রক্ষা করে ত্বকের তারুণ্য এবং জেল্লা বজায় রাখতে সাহায্য করে অ্যান্টি অক্সিড্যান্ট।
প্রথম ধাপ: ফেসিয়ালের প্রথম ধাপই হল ত্বক পরিষ্কার করে নেওয়া। এ জন্য এক চা-চামচ টম্যাটোর রসের সঙ্গে ১ টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে আঙুল বা তুলোর সাহায্যে লাগিয়ে নিন। হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন। এক বার ব্যবহারেই মুখের কালচে ভাব উঠে যাবে।
দ্বিতীয় ধাপ: ত্বকের ঔজ্জ্বল্য ফেরার জন্য মুখে জমা মৃত কোষ সরানো জরুরি। এই কাজটি করবে স্ক্রাব। ১ টেবিল চামচ টম্যাটো বাটার সঙ্গে আধ চা-চামচ চালের গুঁড়ো এবং আধ চা-চামচ চিনি মিশিয়ে নিতে হবে। তৈলাক্ত ত্বক হলে যোগ করুন ১/৪ চা-চামচ অলিভ অয়েল বা কাঠবাদামের তেল। শুষ্ক ত্বক হলে দিন আধ চা-চামচ তেল। সমস্ত উপকরণ মিশিয়ে নিন। টম্যাটোর রসে চালের গুঁড়ো ভিজে গেলে এবং চিনি কিছুটা গলে গেলে সেটি মুখে লাগিয়ে মাসাজ করে নিন আরও ২ মিনিট। চাপ দেওয়া যাবে না কিন্তু। তারপর মুখ ধুয়ে নিন বা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে মুছে ফেলুন।
তৃতীয় ধাপ: টম্যাটো দিয়েই বানিয়ে নিন প্যাক। ১ টেবিল চামচ টম্যাটোর শাঁস বাটার সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ টক দই বা ইয়োগার্ট। যোগ করুন ১ টেবিল চামচ বেসন বা আটা। মিশ্রণটি মুখে লাগিয়ে একটু শুকিয়ে যেতে দিন। তার পর মাসাজ করুন ৩-৪ মিনিট ধরে। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। তৃতীয় ধাপের পরই মুখ দেখাবে উজ্জ্বল এবং সুন্দর।
রাতে ময়েশ্চারাইজ়ার মেখে ঘুমিয়ে পড়ুন। ঘুমের সময় ক্ষতিগ্রস্ত কোষ নিজে থেকেই পুনরুজ্জীবিত হয়। তারই প্রভাব পড়ে ত্বকেও। সকালে উঠলে মুখ দেখাবে আরও ঝকঝকে এবং সুন্দর।
প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা। ত্বক ভাল রাখার জন্য নিয়মিত যত্নের প্রয়োজন। ঘরোয়া উপকরণে রূপচর্চায় ত্বকে জেল্লা ফেরে ঠিকই, তবে ত্বকের সমস্যার সমাধান রাতারাতি হয় না। এ ভাবে কালচে ভাব দূর হয়ে মুখ কিছুটা উজ্জ্বল হতে পারে মাত্র। টম্যাটো মাখার আগে প্যাচ টেস্ট জরুরি। অ্যালার্জি থাকলে এড়িয়ে যান।