Beetroot Ice Cubes

ত্বকে আসুক লাল আভা, বরফের টুকরোয় মিশিয়ে নিন ৫টি প্রাকৃতিক উপাদান, রইল প্রস্তুতপ্রণালী

বরফ বানানোর সময়ে কয়েকটি উপাদান যোগ করতে হবে। তাতেই তৈরি হবে লাল রঙের বরফের টুকরো। ত্বকচর্চার এই সামগ্রীর উপকারিতা ও বানানোর পদ্ধতি জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ২০:৫০
Share:

লাল বরফের টুকরোয় ত্বকচর্চা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

কেউ বরফজলে মুখ ডোবান, কেউ বা বরফের টুকরো দিয়ে ত্বকে ঘষেন। ত্বকে জেল্লা আনতে বরফের উপকারিতার কথা স্বীকার করেন তারকা থেকে সাধারণ। তবে আপনি আরও এক ধাপ এগিয়ে সেই বরফের টুকরোর গুণাগুণ বাড়িতে তুলতে পারেন। খাটনি খুব বেশি নয়, অথচ ত্বকে আসবে লাল আভা। যেন প্রাকৃতিক ব্লাশ। সে জন্য বরফ বানানোর সময়েই কয়েকটি উপাদান যোগ করতে হবে। তাতেই তৈরি হবে লাল রঙের বরফের টুকরো। ত্বকচর্চার এই সামগ্রীর উপকারিতা ও বানানোর পদ্ধতি জেনে নিন।

Advertisement

লাল বরফের টুকরোর মূল উপাদান বিট। রইল এই সামগ্রীর উপকারিতা—

১. বিটে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে ত্বকের সংক্রমণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া মেরে ফেলার ক্ষমতা রয়েছে এতে।

Advertisement

২. ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেওয়ার পাশাপাশি নিস্তেজ ও শুষ্ক ত্বকেও ঔজ্জ্বল্য আনতে পারে। ফলে দু’রকম ত্বকের জন্যই উপকারী।

৩. ভিটামিন সি সমৃদ্ধ বলে এটি ব্রণ নিরাময়েও সাহায্য করে। ত্বকের গঠন উন্নত করে। ত্বক মসৃণ এবং পরিষ্কার করতেও সাহায্য করে।

৪. বিট দিয়ে তৈরি বরফের টুকরো ত্বক টানটান করতে, জেল্লা আনতে সাহায্য করে। সকাল সকাল এই টোটকায় ত্বক সতেজও হতে পারে স্বাভাবিক উপায়ে। অথবা রাতেও এই টোটকা ব্যবহার করা যেতে পারে।

বিট গ্রেট করে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বিট দিয়ে তৈরি বরফের টুকরো বানানোর কয়েকটি প্রণালী দেওয়া হল—

বিট এবং গাজরের আইস কিউব: প্রথমে দু’টি উপাদানই খোসা ছাড়িয়ে ঝাঁঝরিতে গ্রেট করে নিন। একটি মিক্সারে ঢেলে অল্প জল দিয়ে ভাল করে পিষে নিন। এ বার রস ছেঁকে বরফের ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। ঘুমোনোর আগে এই কিউবগুলি মুখে ঘষে নিতে পারেন আলতো ভাবে। গাজরে ব্রণের সমস্যা কমে।

বিট এবং মুলতানি মাটির আইস কিউব: এই টোটকায় ত্বকের তেলচিটে ভাব কমে এবং সামগ্রিক ভাবে উজ্জ্বল করে চেহারা। বিটের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। তার পর মিক্সারে ঢেলে ভাল করে পিষে নিন। এ বার ছাঁকনি দিয়ে রস ছেঁকে তার সঙ্গে মিশিয়ে দিন ৩ চা-চামচ মুলতানি মাটি। এই মিশ্রণটি আইস কিউব ট্রেতে ঢেলে ফ্রিজে রাখুন। দিনের যে কোনও সময়ে মুখে ঘষে নিতে পারেন।

বিট, দুধ এবং গোলাপজলের আইস কিউব: ম্যাগনেসিয়ামের উপকারিতা মিলবে এই টোটকায়। ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে এই বরফের টুকরো। সারাদিন ধরে ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে। গোলাপজল ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং ছিদ্র পরিষ্কার করে। বিটের খোসা ছাড়িয়ে গ্রেট করে রস ছেঁকে নিন। তার সঙ্গে ৩ টেবিলচামচ দুধ এবং ২ টেবিলচামচ গোলাপজল যোগ করুন। একটি বরফের ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। প্রস্তুত হয়ে গেল ত্বকচর্চার উপাদান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement