How to Remove Makeup

মেকআপ তুলতে ওয়েট ওয়াইপ্‌স ব্যবহার করছেন? পরিষ্কার করতে গিয়ে উল্টে ক্ষতি হচ্ছে না তো?

মুখের মেকআপ তুলতে এই ধরনের টিস্যু দারুণ কাজের। অতিরিক্ত ঘাম হলে রাস্তাঘাটে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নেওয়া যায়। চট করে ধুলো-ময়লা, তেল পরিষ্কার হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ২১:৩২
Share:

ত্বকের বিশেষ কোনও সমস্যা না থাকলে মেকআপ তোলার কাজে ওয়েট ওয়াইপ্‌স ব্যবহার করা যেতেই পারে। ছবি: সংগৃহীত।

শীত আর ফিরবে না ‘সুপর্ণা’! মার্চেই রোদ যে দাপট দেখাতে শুরু করেছে তাতে বাকি সময়টুকু আবহাওয়া কী হতে পারে তা আঁচ করাই যায়। প্রচণ্ড গরমে বাইরে বেরোনোর আগে যা যা সাবধানতা নেওয়া প্রয়োজন, এখন থেকেই তা কাঁধের ঝোলায় ভরতে শুরু করেছেন অনেকে। জলের বোতল, ছাতা, রোদচশমা আর ওয়েট টিস্যু থাকা চাই-ই চাই।

Advertisement

মুখের মেকআপ তুলতে এই ধরনের টিস্যু দারুণ কাজের। অতিরিক্ত ঘাম হলে রাস্তাঘাটে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নেওয়া যায়। চট করে ধুলো-ময়লা, তেল পরিষ্কার হয়ে যায়। উপরন্তু, মুখে শীতলতার ছোঁয়াও আসে। কিন্তু এই ধরনের টিস্যু দিয়ে ঘন ঘন মুখ মুছলে কি ত্বকের ক্ষতি হতে পারে? রূপচর্চা শিল্পীরা বলছেন, এই বিষয়টা অনেকটা নির্ভর করে ত্বকের স্পর্শকাতরতার উপর। আর কী ভাবে টিস্যু ব্যবহার করা হচ্ছে, তা-ও দেখে নেওয়া জরুরি। ত্বকের বিশেষ কোনও সমস্যা না থাকলে মেকআপ তোলার কাজে তা ব্যবহার করা যেতেই পারে। তবে একান্ত নিরুপায় না হলে মেকআপ রিমুভার ব্যবহার করাই ভাল। গায়ের জোরে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছলে ত্বকে সূক্ষ্ম আঁচড় পড়ে যেতে পারে। সেখান থেকে সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয়। প্রদাহজনিত সমস্যাও দেখা দিতে পারে।

ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছলে কি ত্বক শুষ্ক হয়ে যেতে পারে?

Advertisement

মেকআপ তুলতে বা মুখে জমা ধুলো-ময়লা পরিষ্কার করতে ওয়েট টিস্যু ব্যবহার করা হয়। সে জন্য টিস্যুতে অ্যালকোহল দেওয়া থাকে। কিন্তু ঘন ঘন এই অ্যালকোহল দেওয়া টিস্যু ব্যবহার করলে ত্বক থেকে তেলের পরত উঠে যায়। ত্বকের পিএইচের সমতা নষ্ট হয়। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতেই পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement