Bollywood Star at Cannes Film Festival 2025

ঐশ্বর্যা থেকে আলিয়া, মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় কোন কোন ভারতীয় তারকা হাঁটবেন?

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় কে, কী ভাবে হাঁটলেন তা নিয়ে আলোচনা চলতে থাকে বহু দিন ধরে। গত কয়েক বছরে সেখানে ভারতের বহু তারকাই নজর কেড়েছেন। যাঁদের মধ্যে অন্যতম ঐশ্বর্যা রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনম কপূর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ২০:২৫
Share:

ঐশ্বর্য রাই বচ্চন এবং আলিয়া ভট্ট ছাড়া আর কে কে আসছেন এ বছর কান চলচ্চিত্রোৎসবে? ছবি : সংগৃহীত।

ফ্যাশনের দেশ ফ্রান্স। সেই ফ্রান্সের কান শহরে আসর বসছে চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার সন্ধ্যা (ভারতীয় সময়ে রাত ১০টা ৪৫ মিনিট) থেকে অতিথি সমাগম। বিশিষ্টদের অভ্যর্থনায় লাল গালিচা পাতা হবে সেখানে। আর আপাতত আগামী দিন দশেকের জন্য ওই লাল গালিচাতেই নজর পেতে বসে থাকবে গোটা দুনিয়া। কারণ, কানের লাল গালিচার খ্যাতি স্টাইল আর ফ্যাশনের ‘প্রদর্শনী’র জন্যই। বিভিন্ন দেশের সিনেমা জগতের তারকারা সেখানে আসেন তাঁদের সেরা সাজগোজে। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় কে কী ভাবে হাঁটলেন, তা নিয়ে আলোচনা চলতে থাকে বহু দিন ধরে। গত কয়েক বছরে সেখানে ভারতের বহু তারকাও নজর কেড়েছেন। ঐশ্বর্যা রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনম কপূরেরা তো বটেই, বিভিন্ন সময়ে কানে এসেছেন বিদ্যা বালন, কঙ্গনা রনৌত, কিয়ারা আডবাণী, অদিতি রাও হায়দরি, সারা আলি খানের মতো বলিউড তারকারাও। এ বছরও ভারত থেকে বহু তারকা কানে যাচ্ছেন। তাঁরা কারা? দেখে নেওয়া যাক।

Advertisement

১। আলিয়া ভট্ট

বলিউডডে যে সমস্ত তারকার সাজ দেখার জন্য ভক্তেরা মুখিয়ে থাকেন, আলিয়া ভট্ট তাঁদের মধ্যে অন্যতম। বিয়ে হোক বা মাতৃত্ব, আলিয়ার সাজ সব সময়েই মুগ্ধ করেছে ভক্তদের। এর আগে মেট গালার রেড কার্পেটে হেঁটেছেন আলিয়া। এ বছর প্রথম হাঁটবেন কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। উৎসবের বিভিন্ন দিনে আলিয়া কেমন সাজতে চলেছেন, সে দিকে নজর থাকবে ভারতীয়দের।

Advertisement

২। ঐশ্বর্যা রাই বচ্চন

কানে ভারতীয় স্টাইল আইকন বললে প্রথম ঐশ্বর্যা রাই বচ্চনের কথাই মনে পড়ে। প্রাক্তন বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা কানে আসছেন ২০০২ সাল থেকে। তার পর থেকে প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে স্বমহিমায় হাজির থেকেছেন অভিনেত্রী। এ বছরও তিনি থাকবেন।

৩। শর্মিলা ঠাকুর

এক কালে কানের জুরি সদস্য ছিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এ বছর অবশ্য লাল গালিচায় হাঁটবেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির প্রতিনিধি হয়ে। সত্যজিৎ রায়ের এই ছবির ‘ফোর কে রেস্টোর্ড’ সংস্করণ দেখানো হবে এ বছর কান চলচ্চিত্র উৎসবে। ফরাসি লাল গালিচায় ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ ছবির অভিনেত্রী কেমন সেজে এলেন, সে দিকে নজর থাকবে অনুরাগীদের।

৪। জাহ্নবী কপূর

সাজগোজে জাহ্নবী কপূর তাঁর মা শ্রীদেবীকেও টেক্কা দেন। ইতিমধ্যেই বলিউডে শৌখিনী হিসাবে নিজের আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন। এ বার তিনি হাঁটবেন কানের রেড কার্পেটেও। তাঁর ছবি ‘হোমবাউন্ড’ এ বছর কান চলচ্চিত্রোৎসবে দেখানো হবে। কিন্তু ভক্তেরা আপাতত মুখিয়ে আছেন জাহ্নবীর সাজ দেখবেন বলে।

৫। ঈশান খট্টর

সবে মুক্তি পেয়েছে তাঁর ওটিটি সিরিজ় ‘দ্য রয়্যালস’। সেখানে ঈশানের পোশাক পরিচ্ছদ এবং স্টাইল ফ্যাশন দুনিয়ার প্রশংসা কুড়িয়েছে। অবশ্য ঈশান বরাবরই তাঁর সমকালীন অভিনেতাদের থেকে সাজগোজে একটু আলাদা। কানে তিনি আসছেন তাঁর ছবি ‘হোমবাউন্ড’-এর জন্য। তবে এই তরুণ বলিউড অভিনেতা রেড কার্পেটে কেমন সাজলেন, তা দেখতে চাইবেন তাঁর ভক্তেরা।

৬। কর্ণ জোহর

পরিচালনা এবং প্রযোজনায় তাঁর দক্ষতার প্রমাণ মেলে ছবির বাণিজ্যিক সাফল্যে। তবে ইদানীং ফ্যাশনে মন দিয়েছেন কর্ণ জোহর। গত এক-দেড় বছরে অদ্ভুত সব ব্রোচ, ব্যাগ, অলঙ্কার পরে চমকে দিয়েছেন। পোশাক-আশাকেও রেখেছেন নিজস্বতার ছাপ। এ বছর কানে তিনি থাকছেন হোমবাউন্ড ছবির প্রযোজক হিসাবে। তবে করণের অনুরাগীরা দেখতে চান, কানে তিনি কী চমক দেখান।

৭। উর্বশী রৌতেলা

ফ্যাশনকে বিস্ময়ের পর্যায়ে নিয়ে গিয়েছেন উর্বশী রৌতেলা। তাঁর ছবি পর্দায় না থাকুক, ফ্যাশনের দৌলতে তিনি সর্বদা খবরে থাকেন। কানে বেশ কয়েক বছর ধরেই আসছেন। তাঁর একটু ‘অন্য রকম’ পোশাক পরিচ্ছদ নিয়ে অনেকে অনেক কথা বলেন। তবে কে, কী বলল, তা নিয়ে ভাবতে উর্বশীর বয়েই গেছে।

আর কে কে থাকছেন?

এ ছাড়া কানে থাকছেন ভারতীয় ফিল্ম পরিচালক পায়েল কাপাডিয়া। যিনি গত বছর তাঁর ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’-এর জন্য কানে গ্রাঁ প্রি সম্মান জিতেছেন। এ বছর অবশ্য পায়েল আসছেন কানের জুরি বোর্ডের সদস্য হিসাবে। আর থাকছেন ফিল্ম পরিচালক নীরজ ঘেওয়ান। ‘মাসান’ ছবির পরিচালক নীরজ এ বছর কানে আসছেন ‘হোমবাউন্ড’ ছবির পরিচালক হিসাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement