Smelly Scalp Remedies

রোজ শ্যাম্পু করেও চুল রুক্ষ হচ্ছে? মাথার ত্বকে ব্রণ, স্যাঁতসেঁতে গন্ধ দূর হবে কিছু ঘরোয়া টোটকায়

চুলের স্বাস্থ্য ফেরাতে বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। বেশি সময়ও লাগবে না। রোজের শ্যাম্পু দিয়েই বানিয়ে নিন কিছু হেয়ার প্যাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৬:০৪
Share:

রোজের শ্যাম্পুর সঙ্গে কিছু উপাদান মেশালেই চুলের স্যাঁতসেঁতে গন্ধ দূর হবে। ছবি: ফ্রিপিক।

রোজ শ্যাম্পু করেও চুল পড়া থামছে না। মাথা আঁচড়াতে গেলেই গোছা গোছা চুল ওঠে। এ দিকে ভিজে চুল বেঁধে বেরিয়ে গেলে মাথার ত্বকে স্যাঁতসেঁতে গন্ধ হয়। চুল রুক্ষ ও আঠালোও হয়ে ওঠে। নানা রকম হেয়ার সিরাম ব্যবহার করে দেখেছেন তাতে লাভ কিছুই হয় না। সাময়িক ভাবে চুল নরম হলেও আবার যে কে সেই। রুক্ষ, আঠালো চুল ও স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে শুধু শ্যাম্পু করে লাভ হবে না। তার জন্য রোজের শ্যাম্পুর সঙ্গেই মেশাতে হবে কিছু উপাদান। তা ছাড়া আরও কিছু উপায় আছে।

Advertisement

চুলের স্যাঁতসেঁতে গন্ধ দূর হবে কী উপায়ে?

১) চুলের গন্ধ দূর করতে পারে গোলাপ জল। স্প্রে বোতলে ভরে সঙ্গে রেখে দিন। চুল থেকে গন্ধ বেরোলেই মাথায় স্প্রে করে দেবেন।

Advertisement

২) পেল সিডার ভিনিগারেও কাজ হয়। এক গ্লাস জলে দু’চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। তার পর সেই জল দিয়ে চুল ধুয়ে নিন। এটি করলেও মাথার তালু ও চুলের দুর্গন্ধ দূর হবে।

৩) লেবুর রস চুলের গন্ধ দূর করার কার্যকরী উপায়। এক গ্লাস জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এতে মাথার চালুতে চুলকানি, খুশকির সমস্যাও দূর হবে।

শ্যাম্পুর সঙ্গে কী কী মেশালে চুল নরম হবে?

শ্যাম্পুর সঙ্গে মেশান এক চামচ অ্যালো ভেরা জেল। খুব ভাল করে মাথার ত্বকে মালিশ করতে হবে। দু’চামচ গোলাপজল এবং কিছুটা পরিমাণে অ্যালো ভেরা মিশিয়ে নিয়েও ভাল করে মাথার ত্বকে এবং চুলে মাখতে পারেন। এতে রুক্ষ চুল নরম হবে।

চুলকে মোলায়েম ও ঝলমলে করতে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে দিন তিন চামচ মধু। অবশ্যই চুলের ঘনত্ব বুঝে মধু মেশাবেন। স্নানের আগে এই মিশ্রণ মেখে নিন চুলে। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

শ্যাম্পুতে মিশিয়ে নিন অল্প বেকিং সোডা। ফেনাও হবে, মাথার তালু ও চুলও পরিষ্কার থাকবে। সপ্তাহে তিন দিন মেনে চলুন এই ঘরোয়া উপায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement