ঘরে তৈরি তেলেই চুল হবে জেল্লাদার, শিখে নিন কিছু পদ্ধতি। ছবি: ফ্রিপিক।
শীতের সময়ে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। অবাধ্য চুলকে তরতাজা করে তোলার জন্য কতই না কসরত করছেন। নেট মাধ্যম খুঁজে, বন্ধু-সহকর্মীদের জিজ্ঞাসা করে যা মনে হচ্ছে চুলে মেখে ফেলছেন। কিন্তু তাতে লাভ বিশেষ হচ্ছে কি? চুল নরম রাখতে রাতে শোয়ার আগে মাথায় তেল মাখেন অনেকে। কিন্তু কী ধরনের তেল মাখছেন তা-ও জরুরি। সব তেল কিন্তু সকলের চুলের জন্য সঠিক নয়।
শীতের রুক্ষ চুলকে নরম ও জেল্লাদার করে তুলতে তেল তৈরি করে নিন বাড়িতেই। কী ভাবে তেল তৈরি করবেন তা নির্ভর করবে চুলের ধরনের উপরে। যেমন, রুক্ষ চুলের জন্য বাছুন নারকেল তেল। যদি চুল খুব শুষ্ক হয় এবং ডগা ফেটে যাওয়ার সমস্যা থাকে, তা হলে নারকেল তেলই আদর্শ। আবার খুশকির সমস্যা বেশি হলে ব্যবহার করা যেতে পারে রোজ়মেরি অয়েল। পাতলা চুল এবং চুল পড়ার সমস্যায় কাজে লাগাতে পারেন ক্যাস্টর তেল।
ঘরে কী ভাবে তৈরি করবেন তেল?
নারকেল-ল্যাভেন্ডার অয়েল
৩টি বড় নারকেল ভেঙে শাঁস বার করে নিন। ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারে ভাল করে পিষে নিতে হবে। মিহি মিশ্রণ তৈরি করতে হবে। এ বার সেই পিষে নেওয়া নারকেল পাতলা কাপড়ে নিয়ে ভাল করে নিংড়ে নিতে হবে। যে তরল বেরোবে, তা একটি কাচের জারে নিয়ে ঢাকনা বন্ধ করে ২৪-৪৮ ঘণ্টা রেখে দিতে হবে। ৪৮ ঘণ্টা পরে দেখবেন, জারে রাখা তরলের উপর তেল ভেসে উঠেছে। সেটি নিয়ে সরাসরিও ব্যবহার করা যাবে, আবার এর সঙ্গে ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও মিশিয়ে নিতে পারেন।
পাঁচমেশালি তেল
ছোট একটি পাত্রে এক কাপ নারকেল তেল, এক কাপ অলিভ অয়েল, ২ চামচ ক্যাস্টর অয়েল, ১ চামচ নিম তেল মিশিয়ে নিন। অল্প আঁচে তা গরম করে নিন। খেয়াল করবেন যেন সমস্তটা ভাল ভাবে মিশে যায়। এ বার তা স্বাভাবিক তাপমাত্রায় এলে কাচের শিশিতে ভরে রাখুন। স্নানের আগে এই তেল মেখে আধ ঘণ্টা রেখে দিন। তার পর শ্যাম্পু করে নিন।
জবার সঙ্গে মেথি
৫টি জবা ফুলের পাপড়ি নিতে হবে। এর সঙ্গে এক চা-চামচ মেথি দানা মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। ঘন হয়ে এলে সেই তেল মাথার ত্বকে ভাল করে মালিশ করে নিতে হবে। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করলে রুক্ষ চুল নরম হবে, খুশকির সমস্যা দূর হবে।