চুল লম্বা হবে খুব তাড়াতাড়ি, কী কী মাখবেন? ছবি: ফ্রিপিক।
লম্বা, ঘন, কালো চুলের শখ অনেকেরই থাকে। বড় চুল হবে এমন আশা করে অনেকেই চুল কাটতে চান না। তবে দৈর্ঘ্যে চুল বড় করার শখ থাকলেই যে তা সহজে করে ফেলা যাবে, এমনটা নয়। তার জন্য চাই উপযুক্ত পরিচর্যা। চুল লম্বা করতে অনেকেই বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। এই সব প্রসাধনীতে যে রাসায়নিক থাকে তা চুলের জন্য ক্ষতিকর। তাই বদলে ঘরোয়া টোটকা ব্যবহার হলে লাভ হবে দ্রুত।
লম্বা চুল পেতে ঘরোয়া উপকরণেই ভরসা রাখা ভাল। কী কী ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, চুল তাড়াতাড়ি লম্বাও হবে?
অ্যাপল সাইডার ভিনিগার ও রোজ়মেরির প্যাক
চুল নরম ও সুন্দর করতে কাজে আসে অ্যাপ্ল সাইডার ভিনিগার। এতে রয়েছে, ভিটামিন বি, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। প্রাণহীন চুলে জেল্লা ফেরানোর জন্য ভিনিগার দারুণ কাজ দেয়। শ্যাম্পুর মতো হাতে সামান্য অ্যাপ্ল সাইডার ভিনিগার নিয়ে মাথায় মেখে নিন। চাইলে এর সঙ্গে কয়েক ফোঁটা রোজ়মেরি এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। নিয়মিত ব্যবহারে চুল হবে চকচকে।
আমলকি-শিকাকাই
আমলকি এবং শিকাকাইয়ের গুঁড়ো সমপরিমাণে মিশিয়ে নিন। সপ্তাহে এক বার, ছুটির দিনে মাথায় এই মিশ্রণ মেখে রেখে দিন। আধ ঘণ্টা পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম-মধুর মাস্ক
রুক্ষ চুল নরম করার কাজে কার্যকর মধু। একটা ডিম ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে দই ও মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতেও চুল ভাল থাকবে।
পেঁপের মাস্ক
পাকা পেঁপে চুলের জন্য খুব ভাল। পেঁপের সঙ্গে যদি আমন্ড অয়েল আর টক দই মেশানো যায়, তা হলে চুলের আর্দ্রতার পরিমাণও বহুগুণ বেড়ে যায়। পেঁপে চটকে নিন, তাতে মেশান টক দই আর কাঠবাদামের অয়েল। মিশ্রণটা ভাল ভাবে চুলে মেখে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। খুব তাড়াতাড়ি চুল বাড়বে। মসৃণও হবে।