Prevent Dandruff

খুশকির সমস্যা কিছুতেই কমছে না? মাথায় ভুল তেল লাগাচ্ছেন না তো?

জানেন কি কিছু কিছু তেলের ব্যবহারে খুশকির সমস্যা আরও বেড়ে যেতে পারে। জেনে নিন, খুশকি থাকলে কোন কোন তেল মাথায় না লাগানোই ভাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮
Share:

খুশকির সমস্যা থাকলে কোন তেল ব্যবহার করবেন না? ছবি: সংগৃহীত।

শ্যাম্পু করার পরেও অনেকেই ভয়ে ভয়ে থাকেন। এই বুঝি চুলে চিরুনি দিলেই খুশকি ঝরে ঝরে পড়বে। শীতকালে ভয় আরও বাড়ে। কারণ ঋতুতে খুশকির আনাগোনাও বাড়বে। ক্রমে চুল উঠতে শুরু করবে। মুখে দেখা দেবে ব্রণ। আর সারা দিনের অস্বস্তি তো রয়েছেই। মাথার ত্বকে চুলকানি, জ্বালা ভাব এমনকি, ছত্রাকজনিত সংক্রমণও হবে শেষে।

Advertisement

বিষয়টি অতিরিক্ত বেড়ে গেলে চিকিৎসকের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই। তবে জানেন কি কিছু কিছু তেলের ব্যবহারে খুশকির সমস্যা আরও বেড়ে যেতে পারে। জেনে নিন, খুশকি থাকলে কোন কোন তেল মাথায় না লাগানোই ভাল।

নারকেল তেল: শুষ্ক চুলের জন্য উপকারী হলেও, এটি খুশকি বৃদ্ধির জন্য দায়ী। ফ্যাটি-অ্যাসিড সমৃদ্ধ এই তেল ছত্রাকে বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।

Advertisement

অলিভ অয়েল: খুশকি থাকলে এই তেলের ব্যবহারও করা উচিত নয়। এই তেলে ব্যবহার খুশকির সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে।

ক্যাস্টর অয়েল: এই তেলও খুশকির সমস্যা বাড়িয়ে তুলতে পারে। সঙ্গে চুলকানি আর জ্বালাভাবও বেড়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement