Skin Care before Puja

পুজোর আগে মুখের ট্যান নিয়ে চিন্তিত? বাড়িতে টম্যাটো থাকলেই ফিরে পাবেন হারানো জেল্লা

রোদে পোড়া দাগ আড়াল করা বেশ কঠিন। পুজোর আগে সেই দাগ তুলতে সালোঁয় ছুটছেন অনেকেই। অথচ ঘরোয়া উপায়েই কিন্তু ট্যান দূর করা যায়। বেশি কিছুর প্রয়োজন নেই। টম্যাটোর গুণেই ত্বকে আসবে নজরকাড়া জেল্লা, রোদের পোড়া দাগ নিমেষে উধাও হয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৭
Share:

দামি ফেসপ্যাক নয়, ট্যান গায়েব হবে টম্যাটোর গুণেই। ছবি: সংগৃহীত।

বৃষ্টির মরসুমেও রোদের হাত থেকে রেহাই নেই। ছাতা ছাড়া বাইরে বেরোলে যে শুধু ঘাম হচ্ছে, তা-ই নয়, ট্যানও পড়ছে। সানস্ক্রিন মেখে বেরোলেও লাভ হচ্ছে না কোনও। রোদের আঁচ এড়িয়ে চলা মুশকিল। রোদে পোড়া দাগ আড়াল করা বেশ কঠিন। পুজোর আগে সেই দাগ তুলতে সালোঁয় ছুটছেন অনেকেই। অথচ ঘরোয়া উপায়েই কিন্তু ট্যান দূর করা যায়। বেশি কিছুর প্রয়োজন নেই। টম্যাটোর গুণেই ত্বকে আসবে নজরকাড়া জেল্লা, রোদের পোড়া দাগ নিমেষে উধাও হয়ে যাবে।

Advertisement

টম্যাটো এবং মধু

একটি বাটিতে টম্যাটোর ক্বাথ এবং ১ চা চামচ মধু মিশিয়ে ভাল করে মুখে মেখে নিন। মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা দূর করতে এই মিশ্রণ বিশেষ ভাবে কার্যকরী।

Advertisement

টম্যাটো এবং ওটমিল

একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো ভাল করে মিশিয়ে মুখে মেখে রাখুন। হালকা হাতে ঘষে নিয়ে মিনিট দশেক পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। মুখ থেকে মৃত কোষ সরিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন এই প্যাক।

টম্যাটো এবং দই

একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। মুখ ছাড়াও রোদে দেহের অন্যান্য অংশেও ট্যান পড়ে। সেই সব অংশে স্নানের আগে মেখে নিন এই মিশ্রণ। মিনিট পনেরো রেখে স্নান করে ফেলুন। ট্যান দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement