‘নোজ় স্ট্রিপ’ ছাড়াই দূর হবে ব্ল্যাকহেড্সের সমস্যা। ছবি: এআই।
ত্বক পরিচর্যার জন্য রাসায়নিক দেওয়া প্রসাধনী নয়, ঘরোয়া টোটকার উপরেই ভরসা করেন। কিন্তু, মাসে এক বার সালোঁয় যেতেই হয়। কারণ, ব্ল্যাকহেড্স। দিনের পর দিন ত্বকের ছোট ছোট ছিদ্রের মধ্যে তেল-ময়লা জমলে, নিয়মিত এক্সফোলিয়েট না করলে মুখে ব্ল্যাকহেড্স দেখা দেয়। এ ছাড়া যাঁদের ত্বক অতিরিক্ত তেলতেলে, তাঁদের মুখেও এমন সমস্যা দেখা দিতে পারে। পেশাদার সালোঁ কর্মীদের মতো ‘পুশার’ দিয়ে ব্ল্যাকহেড্স বাড়িতে নিজে হাতে বার করতে পারেন না অনেকেই। সালোঁয় গিয়ে মুখ থেকে ব্ল্যাকহেড্স তুলতে চোখের জলে নাকের জলে হতে হয় ঠিকই। কিন্তু, নাকের পাশ থেকে কালো দানার মতো এই বস্তুটি সরে গেলে মুখ একেবারে কাচের মতো ঝকঝকে হয়ে ওঠে।
ইদানীং আবার রাসায়নিক দেওয়া ‘নোজ় স্ট্রিপ’ ব্যবহারের চল হয়েছে। আঠালো কাগজের মতো বস্তুটি নাকের উপর চেপে বসিয়ে দিতে হয়। কিছু ক্ষণ পর টেনে তুলে দিলেই কাগজের গায়ে ব্ল্যাকহেডস্ উঠে আসে। কিন্তু চামড়ায় চেপে বসে থাকা কাগজ টেনে তুলতে গেলেও যথেষ্ট কষ্ট হয়। তবে এত কষ্ট সহ্য না করে নিতান্ত ঘরোয়া কিছু উপাদান দিয়েও কিন্তু ব্ল্যাকহেড্স তুলে ফেলা যায়।
ওট্স, দই, আমন্ড অয়েল
২ চামচ করে ওটস, দই আর আমন্ড অয়েল নিয়ে নিন। সব উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। সেই পেস্ট দিয়ে ভাল করে স্ক্রাব করে নিন ১ থেকে ২ মিনিটের মতো। যদি আপনার ত্বক খুব স্পর্শকাতর হয়, তা হলে অবশ্য স্ক্রাবিং এড়িয়ে চলতে হবে। পরিবর্তে এই পেস্ট মাস্কের মতো লাগিয়ে রাখুন মুখে পাঁচ মিনিট। এর পরে কুসুম গরম জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার এই পরিচর্যা করলে কিছু দিনের মধ্যেই দূর হবে ব্ল্যাকহেডস।
লেবু, মধু ও চিনির মিশ্রণ
মুখ পরিষ্কার করতে লেবু ও মধুর মিশ্রণের জুড়ি নেই। একটি পাতিলেবু দু’ভাগ করে কেটে নিয়ে এক ভাগ থেকে রস বের করে নিন। এর পর পরিমাণমতো চিনির দানা আর মধু যোগ করুন তাতে। ভাল ভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে লাগিয়ে বৃত্তাকারে হাল্কা ভাবে মাসাজ করতে থাকুন। কয়েক মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে এক বার এই পদ্ধতি মেনে চলা ভাল। মাসখানেকের মধ্যেই ফল মিলবে।
ওট্স ও দারচিনি
ওট্স ও দারচিনি ভাল করে গুঁড়ো করে মিশিয়ে নিন। এর পর এতে অল্প পরিমাণে জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণ যেন খুব পাতলা না হয়ে যায়। এর পরে এই পেস্ট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের কোমলতা বজায় থাকবে আর ব্ল্যাকহেড্সও দূর হবে।