Virat kohli and Anushka Sharma

স্ত্রী অনুষ্কাকে কতটা ভালবাসেন, তা বুঝিয়ে দিলেন বিরাট! পোশাকে ধরা পড়ল মিষ্টি প্রেমের বার্তা

স্ত্রীকে তিনি কতটা ভালবাসেন, তা দেখিয়ে দিয়েছেন বিরাট। খেলার মাঠে জনসমক্ষে স্ত্রীর জন্য ভালবাসার প্রকাশ করেছেন বারংবার, এ বার পোশাকেও স্ত্রীর ছাপ রাখতে ভুললেন না কিং কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:১৮
Share:

বিরাট-অনুষ্কার প্রেম ফুটে উঠল কোথায়? ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ান ডে সিরিজের আগে মুম্বইয়ে পৌঁছলেন বিরাট কোহলি। অনুরাগীরা মাঠে তাঁকে আবার ছক্কা হাঁকড়াতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। তার মধ্যেই ক্রিকেটারের বিমানবন্দরের লুকটি ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। স্ত্রী অনুষ্কা শর্মাকে তিনি কতটা ভালবাসেন, তা ধরা পড়েছে বিরাটের ফ্যাশনেই।

Advertisement

মুম্বই বিমানবন্দর থেকে কোহলির বেরিয়ে আসার ভিডিয়ো এবং ছবিতে দেখা যায়, তিনি একটি সাধারণ নীল টি-শার্টের ওপর একটি কালো উলের নিট কার্ডিগান পরেছেন। ফুলহাতা কার্ডিগানটির ছিল ভি-নেকলাইন। পোশাকটি দেখেই মনে হচ্ছিল, তা আদতে বেশ আরামদায়ক। সবার নজর কেড়েছে কার্ডিগানের উপরের ‘এ’ অক্ষর-সহ লাল হৃদয়চিহ্নটি।

বিরাটের এই ছবি অনলাইনে ছড়িয়ে পরতেই অনুরাগীদের মধ্যে হইচই শুরু হয়েছে। ভক্তেরা অনুমান করেছেন, বিরাটের হৃদয়ের ‘এ’ অক্ষরটি অনুষ্কার দিকেই ইঙ্গিত করছে। অনুরাগীরা কেউ কেউ বলছেন, ‘‘অনুষ্কা সত্যিই সৌভাগ্যবতী যে, বিরাটের মতো স্বামী পেয়েছে।’’

Advertisement

বিরাটের হৃদয়ে ধরা দিলেন অনুষ্কা। ছবি: সংগৃহীত।

স্ত্রীকে তিনি কতটা ভালবাসেন, তা দেখিয়ে দিয়েছেন বিরাট। খেলার মাঠে জনসমক্ষে স্ত্রীর জন্য ভালবাসার প্রকাশ করেছেন বারংবার, এ বার পোশাকেও স্ত্রীর ছাপ রাখতে ভুললেন না কিং কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement