Lipstick

Expired lipstick: মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ব্যবহার করছেন? ক্ষতি হচ্ছে না তো

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও লিপস্টিক ব্যবহার করার প্রবণতা অনেকেরই। কী ক্ষতি হচ্ছে শরীরের?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৮:০৮
Share:

লিপস্টিক সাধারণত ১০ থেকে ১২ মাস স্থায়ী হয়। ছবি: সংগৃহীত

সাজতে ভালবাসেন? তা হলে আপনার সংগ্রহে বিভিন্ন রঙের অন্তত খান দশেক লিপস্টিক থাকবে এটাই স্বাভাবিক। তবে সবগুলি যে সব সময় ব্যবহার করা হয়ে ওঠে এমন নয়। অতিমারির কারণে প্রায় অনেকগুলি মাস বাড়িতে থাকায় লিপস্টিক ব্যবহারের সুযোগ হয়নি। অব্যবহৃত অবস্থায় থাকতে থাকতে লিপস্টিকগুলি আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সেটি লক্ষ্য না করে অনেকেই মেয়াদ ফুরিয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করে ফেলেন। যা আপনার ঠোঁটে তো বটেই, শরীরেরও ক্ষতিকর প্রভাব ফেলে। কী ভাবে চিনবেন মেয়াদ শেষ হয়ে যাওয়া লিপস্টিক?

১) মেয়াদ শেষ হয়ে যাওয়া লিপস্টিক ঠোঁট আর্দ্র করে না। ঠোঁটের সঙ্গে নিমেষে মিশে যেতে পারে না।

Advertisement

২) মেয়াদ পেরিয়ে গেলে লিপস্টিকের যে নিজস্ব গন্ধ সেটি আর থাকে না।

৩) লিপস্টিকের গায়ে লেখা মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখটি মাথায় রাখুন।

Advertisement

লিপস্টিকের গায়ে লেখা মেয়াদ শেষের তারিখটি খেয়াল রাখুন। ছবি: সংগৃহীত

মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ব্যবহারে কী হতে পারে?

মেয়াদ ফুরিয়ে যাও‌য়া লিপস্টিকে ল্যানোনিনের অত্যন্ত সক্রিয় উপস্থিতি থাকে। ল্যানোনিনের শক্তিশালী শোষণ ক্ষমতা বাতাস থেকে ব্যাকটিরিয়া, ভাইরাস শোষণ করে ঠোঁটে জমা করে। লিপস্টিক পরে খাওয়ার সময় সেগুলি আমাদের শরীরে প্রবেশ করে। যার ফলে শরীরে নানা রকম অসুস্থতা দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন