Reasons of Dark Lips

কালচে ঠোঁটের নেপথ্যে রোজের সাধারণ ৫ ভুল, ওষ্ঠাধরে গোলাপি আভা ফেরাবেন কী ভাবে

রাতে শোয়ার আগে পুরু করে ক্রিম মাখছেন, বেরোনোর আগে ঠোঁট মেপে লিপস্টিকও পরছেন। অথচ তাও যত দিন যাচ্ছে, গোলাপি আভা হারিয়ে কালচে হয়ে আসছে ঠোঁট। কী কী কারণে ঠোঁট কালচে হচ্ছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১১:৫৩
Share:

ঠোঁটে গোলাপি আভা ফিরবে কী ভাবে? ছবি: সংগৃহীত।

সাজগোজ ও যত্নআত্তিতে কোনও খামতি নেই। রাতে শোয়ার আগে পুরু করে ক্রিম মাখছেন, বেরোনোর আগে ঠোঁটে মেপে লিপস্টিকও পরছেন। অথচ তাও যত দিন যাচ্ছে, গোলাপি আভা হারিয়ে কালচে হয়ে আসছে ঠোঁট। যত্নে খামতি না থাকলেও যাপনের ভুলে আপনার ওষ্ঠাধরের সৌন্দর্য লোপ পাচ্ছে। ভুল শনাক্ত করে সমাধানের রাস্তাও বার করা দরকার।

Advertisement

ঠোঁটের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

কী কারণে কালো হয়ে আসছে ঠোঁট?

ধূমপান করা

Advertisement

মূল এবং সবচেয়ে সাধারণ কারণ হিসাবে ধূ্মপানই উঠে আসবে। বিড়ি-সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে ফুসফুসের ক্ষতি করার পাশাপাশি বাহ্যিক ক্ষতিও করতে থাকে। নিকোটিন এবং টারের সংস্পর্শে এসে ঠোঁট তার রং হারাতে শুরু করে।

সমাধান: এক দিনের মধ্যেই ধূমপান করা ছেড়ে দিন। যদি সেটি কঠিন বলে মনে হয়, তা হলে ধীরে ধীরে সংখ্যা কমিয়ে আনুন। নয়তো চিকিৎসকের সঙ্গে কথা বলে নেশামুক্তির জন্য ওষুধ খেতে পারেন।

ঘন ঘন ঠোঁট কামড়ানো

ঠোঁট শুষ্ক হয়ে গেলে অনেকেই জিভ দিয়ে ঠোঁট সিক্ত করেন। কারও আবার দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর অভ্যাস রয়েছে। এর ফলে ঠোঁট রুক্ষ হয়ে যায়। ধীরে ধীরে ছোপ পড়া শুরু হয়।

সমাধান: এই সমস্ত অভ্যাস নিয়ে সচেতন হোন। এগুলি বন্ধ করলেই ঠোঁট সেরে ওঠার সময় পাবে। দাগ বা ছোপ দূর হওয়ার সুযোগ পাবে। এর পাশাপাশি শিয়া বাটার দেওয়া লিপবাম বা ঘি দিয়ে ঠোঁটকে ময়েশ্চারাইজ় করে রাখুন।

মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার

খাবারের যেমন মেয়াদ থাকে, প্রসাধনও নির্দিষ্ট সময়ের পর আর ব্যবহার করা উচিত নয়। কিন্তু অনেকেই খেয়াল না করে পুরনো জিনিস ত্বকে মাখতে থাকেন। মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক, লিপবাম, লিপ লাইনারের মতো পণ্য ত্বকের সংস্পর্শে এসে ক্ষতি করে। কখনও আবার নিম্নমানের পণ্য ব্যবহার করলেও এমন প্রভাব পড়তে পারে। এ সমস্ত ভুলের ফলে ঠোঁটে বিভিন্ন রাসায়নিকের প্রভাব পড়ে। আর তাতে নিজস্ব রং হারাতে শুরু করে ঠোঁট।

সমাধান: রাসায়নিকহীন, প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো পণ্য কেনার চেষ্টা করবেন। কেনার আগে ভাল করে মেয়াদের দিন পরখ করে নেবেন।

কোন কোন উপাদানে ঠোঁটের রং ফেরানো সম্ভব?

· নারকেল তেল: ঠোঁট শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া থেকে মুক্তি দিতে পারে নারকেল তেল। ওষ্ঠাধরের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে পারে এই তেল।

· অ্যালো ভেরা জেল: প্রদাহ দূর করে, ছোপ কমিয়ে ঠোঁটের ত্বককে নরম করতে পারে অ্যালো ভেরা। দিনে ১-২ বার এই জেল মেখে ত্বক চর্চা করতে পারেন।

· মধু ও লেবুর রস: লেবু দাগ কমায়, মধু শুষ্কতা হ্রাস করে। প্রতি দিন দু’বার করে লেবুর রস ও মধু মেখে রাখলে ঠোঁটের ঔজ্জ্বল্য ফিরতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement