Adrija Roy

বাঙালি নয়, একেবারে দক্ষিণী কনের সাজে বাগ্‌দান সারলেন অদ্রিজা, হবু স্বামীকে নিয়ে কী লিখলেন?

নতুন অধ্যায়ের সূচনা করলেন অদ্রিজা রায়। পাত্র অবশ্য বাঙালি নন, দক্ষিণ ভারতীয়। মুম্বইয়ের কাছে একটি খামারবাড়িতে বাগ্‌দান সারলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৩:০৬
Share:

বাগ্‌দান সারলেন অভিনেত্রী অদ্রিজা রায়। ছবি: সংগৃহীত।

২৫ জানুয়ারি বাগ্‌দান সারলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। এখন যদিও কলকাতা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা তিনি। ‘অনুপমা’-এর মতো ধারাবাহিকে কাজ করছেন। পর্দায় একাধিক বার বিয়ে করেছেন তিনি, এ বার বাস্তব জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন। পাত্র অবশ্য বাঙালি নন, দক্ষিণ ভারতীয়। নাম বিগ্নেশ আইয়ার। মুম্বইয়ের কাছে একটি খামারবাড়িতে বাগ্‌দান সারলেন তিনি।

Advertisement

বাগ্‌দানের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে একেবারে ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি পরেছেন অভিনেত্রী। সঙ্গে দক্ষিণী গয়না, লম্বা বিনুনি জুড়ে সোনালি গয়না আর ফুলের অলংকার। বিগ্নেশ পরেছিলেন সাদা দক্ষিণী লুঙ্গি, নীল রঙের পাঞ্জাবি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে বাগ্‌দানের অনুষ্ঠান। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘‘এমন একজনের সঙ্গে সম্পর্কের বাঁধনে যুক্ত হলাম, যে ভালবাসা সারাজীবন চেয়েছিলাম। একটা সাধারণ ‘হ্যালো’ থেকে সারাজীবনের বন্ধনে আবদ্ধ হলাম।’’

অদ্রিজার বাগ্‌দানের বিভিন্ন মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম

গত বছর মে মাসে এক বন্ধুর পার্টিতে বিগ্নেশের সঙ্গে আলাপ হয় অদ্রিজার। সেখান থেকে শুরু হয় কথাবার্তা। সেখান থেকে ইনস্টাগ্রামে আলাপচারিতা শুরু। তার পরে জুন মাসে প্রথম তাঁরা ‘ডেট’-এ যান। সেখানে গিয়েই নাকি অদ্রিজা বোঝেন, বিগ্নেশই তাঁর মনের মানুষ। তবে অদ্রিজার মতো অভিনয়জগতের মানুষ নন তিনি। অভিনেত্রী জানান, তিনি সব সময়ে চেয়েছিলেন অভিনয়দুনিয়ার বাইরের কোনও মানুষকে বিয়ে করতে। বাগ্‌দান সেরে রাখলেও বছর দুয়েক বাদে বিয়ে করবেন তাঁরা। বাঙালি ও দক্ষিণী দুই বাড়ির রীতি মেনেই বিয়ে হবে তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement