Skin Care Tips

গালভর্তি উন্মুক্ত রন্ধ্র, মুখে ফোলা ভাব থাকলে ছবি ভাল আসবে না, পুজোর আগে দূর হবে কী উপায়ে?

উন্মুক্ত রন্ধ্রের সমস্যা বেশি হল, মুখে ফোলা ভাব আসে। এমন হলে ছবি ভাল আসে না। তাই পুজোর আগেই যদি নরম, মসৃণ, দাগছোপহীন ত্বক চান, তা হলে কিছু উপায় আছে।

Advertisement
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩
Share:

উন্মুক্ত রন্ধ্র, ত্বকের ফোলা ভাব দূর হবে কী করে, রইল কিছু উপায়। ছবি: ফ্রিপিক।

গোটা গালজুড়ে বড় বড় গর্ত, তাতে ব্রণের দাগ দেখতে একেবারেই ভাল লাগে না। বিশেষ করে যাঁরা ত্বকের ব্লিচ করেন, তাঁদের ‘ওপেন পোর্‌স’ বা উন্মুক্ত রন্ধ্রের সমস্যা বেশি হয়। ফেশিয়াল ওয়াক্সিং বা মুখের রোম তোলার পরে শুরুতে ত্বক মসৃণ দেখালেও, কিছু দিন পর থেকে ছিট ছিট দাগ দেখা যায়। নতুন রোম গজানোর আগে ত্বকের রন্ধ্রের আকারও বেড়ে যায়। সেখান চুলকানিও হয় অনেকের। আবার র‌্যাশ বেরোতেও দেখা যায়। উন্মুক্ত রন্ধ্রের সমস্যা বেশি হল, মুখে ফোলা ভাব আসে। এমন হলে ছবি ভাল আসে না। তাই পুজোর আগেই যদি নরম, মসৃণ, দাগছোপহীন ত্বক চান, তা হলে কিছু উপায় আছে।

Advertisement

মেকআপ দিয়ে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি ঢাকা সম্ভব নয়। ত্বকের পেশি ক্রমাগত সঙ্কুচিত, প্রসারিত হওয়ার ফলে ছিদ্রগুলি আকারে বড় হয়ে যায়। কপাল, নাক ও গালে এগুলি বড় হয়ে গর্তের মতো দেখতে লাগে। এতে মুখে বুড়োটে ছাপ পড়ে যায়। রন্ধ্রগুলিতে ধুলোময়লা, ঘাম জমে ব্রণ ও র‌্যাশের সমস্যাও বাড়ে। তাই জেনে নিন এর থেকে রেহাই পাবেন কী ভাবে?

উন্মুক্ত রন্ধ্র, ত্বকের ফোলা ভাব দূর হবে কী করে?

Advertisement

আইস প্যাক

একটি পরিষ্কার কাপড় কয়েকটি বরফের টুকরো নিন। অথবা আইস প্যাকও ব্যবহার করতে পারেন। কোয়ার্টজ রোলারও ভাল কাজ দেয়। মুখের উপর আলতো করে চাপ দিত হবে। এতে উন্মুক্ত রন্ধ্রের সমস্যাও কমবে, মুখের ফোলা ভাবও দূর হবে। বিশেষ করে চোখের নীচের ফোলা ভাব দূর করে এটি বিশেষ ভাবে কার্যকরী।

ত্বক পরিষ্কার

উন্মুক্ত রন্ধ্র বড় দেখানোর প্রধান কারণ হল, এর ভিতরে তেল, ময়লা এবং মৃত কোষ জমা হওয়া। নিয়মিত পরিষ্কার রাখলে রন্ধ্রগুলির আকার ছোট হতে থাকবে। প্রতি দিন সকালে এবং রাতে ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করত হবে। খেয়াল রাখবেন, কখনও মুখ গরম জলে ধোবেন না। সবসময়েই ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে পরিষ্কার টাওয়েল দিয়ে মুছতে হবে।

স্যালিসাইলিক অ্যাসিড

এটি একটি বিটা-হাইড্রক্সি অ্যাসিড যা ত্বকের গভীরে প্রবেশ করে তেল জমে থাকা রন্ধ্র পরিষ্কার করে, মৃত কোষ ঝরিয়ে দিতে সাহায্য করে। অতিরিক্ত তৈলাক্ত ত্বকও নিয়ন্ত্রণ করতে এই অ্যাসিড উপকারী। ০.৫-১ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্রিম বা সিরাম ব্যবহার করা যেতে পারে। যে অংশে ব্রণ, শুধু সেই স্থানেই ব্যবহার করতে পারেন শুরুতে। অ্যাসিডে ত্বকে কোনও সমস্যা না হলে মাত্রা বৃদ্ধি করা যেতে পারে।

রেটিনল

ত্বকের উন্মুক্ত রন্ধ্র সঙ্কুচিত করতে সাহায্য করে। বয়স হলে মুখে যে সব লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে, তা কমানোর জন্য একাই একশো রেটিনল। রেটিনল আসে ভিটামিন এ থেকে। ব্রণ, বার্ধক্যে পৌঁছনো ত্বক টানটান রাখতে, হারিয়ে যাওয়া দীপ্তি ফেরাতেই এর কদর। রেটিনলযুক্ত ক্রিম বা সিরাম রাতে ব্যবহার করাই ভাল। যে কোনও ধরনের অ্যাসিড, রোদের সংস্পর্শে এলে তা ত্বকের ক্ষতি করতে পারে। স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে রেটিনল উপযোগী নয়।

নিয়াসিনামাইড

ভিটামিন বি৩-এর একটি রূপ যা উন্মুক্ত রন্ধ্রের সমস্যা দূর করতে পারে। নিয়াসিনামাইড আছে এমন ক্রিম, সিরাম লাগালে ত্বক মসৃণ ও জেল্লাদার হবে। যাঁদের ত্বক জেল্লা হারিয়েছে, তাঁরা নিয়াসিনামাইড-যুক্ত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন।তবে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement