ত্বকের ক্যানসারে আক্রান্ত বাইডেন, কী কী লক্ষণ দেখলে আগে থেকেই সতর্ক হবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ত্বকের ক্যানসারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বছরই শোনা গিয়েছিল প্রস্টেট ক্যানসার ধরা পড়েছে তাঁর। তবে বাইডেনের দফতরের তরফে জানানো হয়েছে, ত্বকের ক্যানসারেও আক্রান্ত তিনি। ছোট বড় আঁচিলের মতো মাংসপিণ্ড বা ‘লিজ়ন’ দেখা গিয়েছে তাঁর ত্বকে। চিকিৎসকেরা জানিয়েছেন, ত্বকের ক্যানসার বেসাল সেল কার্সিনোমায় আক্রান্ত বাইডেন। অস্ত্রোপচারও হয়েছে।
অনেকের ত্বকেই তিল, আঁচিল, জড়ুল থাকে। তবে সে সব সারা জীবন একই আকারে থেকে যায়। কিন্তু সেগু্লি ক্যানসারাস হলে তা দ্রুত বাড়তে থাকে। তাই ত্বকে এ রকম পিগমেন্টেশন যদি বাড়তে থাকে, তখন চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয়। ত্বকের ক্যানসার শুরুতে বোঝা যায় না। ত্বকে ছোট-বড় তিল, বা ফোস্কা অথবা আঁচিল বাড়তে থাকলে, তাকে সাধারণ সমস্যা বলেই মনে হয়। তাই যত দিনে ক্যানসার ধরা পড়ে, তত দিনে তা ত্বকের আরও গভীরে ছড়িয়ে পড়ে অসুখ।
ত্বকের ক্যানসারের নানা ধরন রয়েছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হল মেলানোমা। বাইডেনের যে ক্যানসার হয়েছে, তা ত্বকের ক্যানসারের সবচেয়ে সাধারণ রূপ বেসাল সেল কার্সিনোমা। ত্বকের একেবারে বাইরের স্তরের নীচে থাকা বেসাল কোষের অনিয়মিত বিভাজন হয়ে ত্বকে ছোট-বড় ফুস্কুড়ি, মাংসপিণ্ড, আঁচিলের মতো গজাতে থাকে। অনেক সময়ে কালচে-বাদামি ছোপও পড়ে, যা সারতে চায় না। ক্যানসার ছড়াতে থাকলে ত্বক খসখসে, আঁশের মতো হয়ে যায়। তাতে ফোস্কা পড়তে থাকে। সেখান থেকে রক্তপাতও হয়। এ ছাড়াও কিছু উপসর্গ দেখা যায়। যেমন ত্বকে দাগ বা ক্ষতের চারপাশে হালকা বলয় তৈরি হতে পারে। ঘাড়ে বা বগলে লসিকা গ্রন্থি ফুলে থাকতে পারে। এগুলি ম্যালিগন্যান্ট হওয়ার লক্ষণ। তখন যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ত্বকের ক্যানসারের লক্ষণ দেখা গেলে প্রথমে চিকিৎসকের কাছে যেতে হবে। ক্যানসার চিকিৎসক শুভদীপ চক্রবর্তী জানিয়েছেন, বায়পসি করে ক্যানসার ধরা পড়লে অস্ত্রোপচার জরুরি। সার্জারির এক-দু’সপ্তাহ পর থেকেই রোগী সুস্থ জীবনযাপন করতে পারেন। তবে ক্যানসার প্রাথমিক স্টেজে ধরা পড়লেই তা সম্ভব। অনেক সময়ে রোগী অস্ত্রোপচার করতে ইচ্ছুক না হলে, তখন কিছু ক্ষেত্রে রেডিয়োথেরাপি করা হয়। ত্বকের ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সে ক্ষেত্রে যত তাড়াতাড়ি রোগনির্ণয় হবে, ততই মঙ্গল। আর কিছু বিষয়ে সাবধান থাকতে হবে। সূর্যের অতিবেগনি রশ্মি থেকে সুরক্ষা প্রয়োজন। তাই কড়া রোদে অনেক ক্ষণ থাকতে হলে ছাতা, সানস্ক্রিন খুবই জরুরি। ত্বকে কোনও রকম স্পট দেখা দিলে বা তা ছড়িয়ে গেলে যত শীঘ্র সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।