Dark Circle Remedies

চোখের নীচের কালি, ফোলাভাব, বলিরেখা কমবে কাঠবাদামের তেলে? কী ভাবে তা মাখতে হবে?

মুখের সৌন্দর্য নষ্ট করে দেয় চোখের নীচের কালি, ফোলা ভাব, বলিরেখা।কাঠবাদামের তেলেই তিন সমস্যার সমাধান হতে পারে। তার কারণও আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৯:৪২
Share:

চোখের কালি মুছে দেবে কাঠবাদামের তেল! জেনে নিন মাখার কৌশল। ছবি: সংগৃহীত।

সাজগোজ যতই নিখুঁত হোক, চোখের চারপাশের অংশ কালো হয়ে থাকলে তা মোটেই দেখতে ভাল লাগে না। বরং কারও সুন্দর মুখশ্রীও নষ্ট করে দিতে পারে চোখের নীচের কালো দাগ। কারও চোখের নীচের অংশ কালো দাগ থাকে, কারও আবার চোখের চারপাশে গোল হয়ে থাকে সেই দাগ। ঘুমের অভাবে, অত্যধিক ক্লান্তিতে এমন হলে তা সেরে যায়। কিন্তু কারও কারও ক্ষেত্রে নিয়ম করে আট ঘণ্টা ঘুমোলেও চোখের নীচের কালি যায় না।

Advertisement

চোখের নীচের ত্বক মুখমণ্ডলের বাকি অংশের তুলনায় খানিক পাতলা হয়। তেলের গ্রন্থিও সেখানে কম থাকে এবং সে জায়গাটি শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা তুলনায় বেশি। এই কারণে ত্বকে বার্ধক্যের ছাপ পড়লে, সবার প্রথম চোখেই স্পষ্ট হয়ে ওঠে।

সমস্যার সমাধান আলুর রস, শসা ব্যবহার করেন অনেকে। তবে চোখের নীচের কালি, ফোলা ভাব এবং বলিরেখা নির্মূলের আরও ভাল উপায় হতে পারে কাঠবাদামের তেল। অভিনেত্রী সোহা আলি খান থেকে করিনা কপূর খান— বি টাউনের অনেকেই ত্বকের সৌন্দর্য বজায় রাখতে খাদ্যতালিকায় কাঠবাদাম রাখেন। কোনও কোনও অভিনেত্রী চুল এবং ত্বকেও কাঠবাদামের তেল মাখেন।

Advertisement

কী ভাবে চোখের নীচে কালি কমাবে এই তেল?

ভিটামিন ই: কাঠবাদামের তেলে মেলে ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। অ্যান্টি-অক্সিড্যান্ট কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। কাঠবাদামের তেল মালিশ করলে ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। ভিটামিন ই কালচে ভাব দূর করে দীপ্তি ফেরাতে সাহায্য করে। বলিরেখা দূর করতেও ভিটামিন ই গুরুত্বপূর্ণ।

ফ্যাটি অ্যাসিড: ফ্যাটি অ্যাসিডে ভরপুর কাঠবাদাম। তা থেকে তৈরি তেলেও মেলে এই উপাদান। চোখের চারপাশের স্পর্শকাতর ত্বকের সুরক্ষাবর্ম হিসাবে কাজ করে ফ্যাটি অ্যাসিড।

রেটিনল এবং ভিটামিন কে: বার্ধক্যের লক্ষণ প্রতিরোধে, ত্বকের পরিচর্যায় রেটিনলের গুরুত্ব ক্রমশই বাড়ছে। বলিরেখা কমাতে, কালো দাগ দূর করতে সাহায্য করে এটি। ভিটামিন কে-ও চোখের চারপাশের ত্বকে আর্দ্রতা জোগান দিতে সাহায্য করে।

কী ভাবে মাখবেন?

কাঠবাদামের তেলের গুণাগুণ পেতে হলে সেটি খাঁটি হতে হবে। কোল্ড প্রেস, জৈব তেল বেছে নেওয়াই ভাল। মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কারের পর এটি মাখতে হবে। সমস্ত মুখেই এটি মাখা যায়। তবে চাইলে শুধু চোখের চারপাশে মালিশ করতে পারেন। কয়েক ফোঁটা তেল হাতে নিয়ে আঙুলের ডগা দিয়ে মালিশ করুন। রাতেই এটি ব্যবহার করা ভাল। তা হলে সারা রাত তেল ত্বকে কাজ করতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement