Breakup Bob Hair Cut

সম্পর্ক ভাঙলে নাকি মেয়েরা চুল ছেঁটে ফেলেন! ফ্যাশন অথবা অন্য কী কারণ রয়েছে এর নেপথ্যে

সম্পর্ক ভেঙে যাওয়ার পর নাকি মেয়েরা বব কাট কেটে ফেলেন। সম্প্রতি এক ইংরেজি ওয়েবসিরিজ়ের নারীচরিত্র এমনই এক পদক্ষেপ করার পর এই বিষয় নিয়ে চর্চা চলছে নানা দিকে। চুল ছোট করার সঙ্গে মেয়েদের সম্পর্ক ভাঙার কী সম্পর্ক? নাটকীয়তা, পুনরুজ্জীবনের ইঙ্গিত, না কি একেবারেই কার্য-কারণহীন ব্যাপার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৫:২১
Share:

বিচ্ছেদের পর চুল ছেঁটে ফেলার রীতি। ছবি: সংগৃহীত।

সম্পর্কে ইতি আর তৎকালীন সাজে ইতি। লোকে বলে, প্রেমের সম্পর্ক ভেঙে গেলে মেয়েরা চুল কেটে ফেলেন। এই ধারণার সত্য ও মিথ্যা নির্ধারণের পথে না হয় না গেলেও হয়। কিন্তু এই ধারা এবং সূত্রের সঙ্গে মিল পাওয়া গিয়েছে নানা চলচ্চিত্রে। বাংলা, ইংরেজি, হিন্দি— নানা ভাষার ছবিতে এই প্রবণতার দৃশ্য দেখানো হয়েছে। সম্প্রতি ‘দ্য সামার আই টার্নড প্রিটি’ ওয়েবসিরিজ়ের নারীচরিত্র বেলি বিয়ে ভেঙে যাওয়ার পর চুল কেটে ছোট করে ফেলে। তার পর থেকে চুলের এই ছাঁট নিয়ে নানা ধরনের কথা চলছে চারদিকে। নাম দেওয়া হয়েছে, ‘ব্রেকআপ বব’। সম্পর্ক ভেঙে যাওয়ার পর নাকি মেয়েরা বব কাট কেটে ফেলেন। তাই এমন নামকরণ করা হয়েছে।

Advertisement

‘ব্রেকআপ বব’ নিয়ে চর্চার মাঝেই মনে পড়ে যেতে পারে, কেবল পর্দা নয়, বাস্তবেও এমন প্রবণতা দেখা যায় একটু গভীরে গিয়ে নজর করলেই। সম্প্রতি আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে তারা সুতারিয়া তাঁর এক ঢাল লম্বা চুল ছেঁটে ফেলেছিলেন। পুরনোকে পিছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন নিজের চুল বিসর্জন দিয়ে। ও দিকে জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেলেনা গোমেজ়ও ছোট করে বব ছাঁট দিয়েছিলেন চুলে।

সেলেনা গোমেজ়ের ব্রেকআপ বব। ছবি: সংগৃহীত।

চুল ছোট করার সঙ্গে মেয়েদের সম্পর্ক ভাঙার কী সম্পর্ক? নাটকীয়তা, পুনরুজ্জীবনের ইঙ্গিত, না কি একেবারেই কার্য-কারণহীন ব্যাপার?

Advertisement

সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের মনে সবচেয়ে বেশি যে অনুভূতি কাজ করে, তা হল নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বোধ। তখন ছোট হলেও এমন কোনও সিদ্ধান্ত দরকার হয়, যা নিজেকে গুছিয়ে নেওয়ার, সামলে নেওয়ার বোধ তৈরি করে দিতে পারে। চুল কেটে ফেলা মানে শুধু তার দৈর্ঘ্য কমানো নয়, বরং অতীতের ভারটা যেন একটু হালকা করা। যেন বলা হচ্ছে, এই অধ্যায় এখানেই শেষ। নিজেকে আবিষ্কার করার অনুভূতি আসে। আয়নায় তাকিয়ে পুরনো ‘আমি’র বদলে অন্য এক মানুষকে দেখতে পাওয়া যায়। এই বদলই আত্মবিশ্বাস ফিরিয়ে আনে।

কী বলছেন মনোবিদ ও অধ্যাপক আত্রেয়ী ভট্টাচার্য?

দু’জন মানুষ, তা যে লিঙ্গেরই হোন না কেন, একটি সম্পর্কে জড়ান। সম্পর্কের একটি বিশেষ নাম থাকে। বিশেষ নৈকট্য বোধ করেন তাঁরা। দু’টি মানুষই, বা কোনও এক জন তাঁদের চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ নিয়ে এক হতে চান অন্যের সঙ্গে। এই সম্পর্ক যখন ভাঙে, সেই সমস্ত সংযোগ থেকে তিনি বেরিয়ে আসতে চান। তাঁদের মধ্যে এক জন সেই সম্পর্কের কোনও চিহ্ন রাখতে চান না। সাধারণত মহিলাদের ক্ষেত্রে এই পদক্ষেপের প্রবণতা দেখা যায় বেশি। যে সৌন্দর্যবোধ থেকে, যে ভাললাগা থেকে সম্পর্কে জড়িয়েছিলেন, সে ভালবাসা থেকে বেরিয়ে আসার জন্য একটি পদক্ষেপের প্রয়োজন পড়ে। মনোবিদের কথায়, ‘‘এটা করতে গিয়েই অনেক সময়ে মনে হয়, যে রূপে সে আমায় দেখতে অভ্যস্ত ছিল, যে রূপ তার কাছে সুন্দর ছিল, সেটা থেকে বেরিয়ে আসব। আমরা খুব সহজ কথায় যাকে ‘লুক’ বলি, সেই ‘লুক’ থেকেই যেন আমরা মুক্তি চাই। তাই ‘লুক’ বদলে ফেলার, সেই সাজ বদলে ফেলার একটা তাগিদ তৈরি হয়। কোনও ভাবে এটা বোঝানো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে, আগের ‘আমি’ আর এই ‘আমি’র মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের মনের ভিতরে যা পরিবর্তন ঘটে, তা তো দৃশ্যমান হয় না সে ভাবে। লুক বদলে ফেলার মধ্যে দিয়েই সেটা দৃশ্যমান করে ফেলতে চাই আমরা।’’

‘দ্য সামার আই টার্নড প্রিটি’র দৃশ্যে বেলি। ছবি: সংগৃহীত।

এই প্রবণতার একাধিক অন্তর্নিহিত অর্থ হয়েছে বলে মত মনোবিদের। যে ব্যক্তি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আসলে নিজের পরিবর্তিত সাজ ও চেহারার মধ্যে দিয়ে মনের অবস্থা বোঝাতে চান। মনের ভিতরের অবস্থা যেন বাইরে প্রতিফলিত হচ্ছে। আগের মানুষটির সঙ্গে আগের মতো আর নৈকট্য অনুভব না করাকে প্রকাশ্যে জানান দেওয়ার তাগিদ তৈরি হয়। মনোবিদের কথায়, ‘‘সহজে বললে এই পদক্ষেপেরও ভাষা রয়েছে, আর সেটি হল, ‘পরিবর্তন অনেক কিছুরই হয়েছে। সবটা বোঝাতে পারছি না, যতটুকু দৃশ্যমান করা সম্ভব, করে তুলছি। আমি পাল্টে গিয়েছি।’ এ ভাবেই নিজের মনের ভাব প্রকাশ করতে চান তাঁরা।’’

সব নারীই যে সম্পর্ক ভাঙার পর চুল কাটেন, এমন নয়। আবার চুল কাটলেই যে মন ভাল হয়ে যাবে, তা-ও নয়। কিন্তু অনেকের ক্ষেত্রে এই ছোট পরিবর্তন, ছোট পদক্ষেপ নতুন শুরুর সাহস জোগায়। নিজের জন্য কিছু করার অনুভূতি তৈরি করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement