change in hair type

আপনার স্ট্রেট চুল কি কুঁকড়ে যাচ্ছে আচমকা? কী কী কারণে ধরন পাল্টাচ্ছে, ভেবে দেখেছেন?

নির্দিষ্ট বয়সের পর চুলের গঠন, ধরন বদল যেতে থাকে। নেপথ্যে রয়েছে নানাবিধ কারণ। শারীরিক থেকে মানসিক। কারণগুলি জেনে পদক্ষেপ করা উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১১:১৯
Share:

আপনার চুলের ধরন পাল্টে যাচ্ছে কেন? ছবি: সংগৃহীত।

বাঁধন খুললে সোজাসুজি পিঠে এলিয়ে পড়ে চুল। জীবনে কখনও স্ট্রেটনার প্রয়োগ করতে হয়নি। স্বাভাবিক ভাবে স্ট্রেট চুলের অধিকারী আপনি। কিন্তু যে চুল নিয়ে এত দিন গর্ব করেছেন, সেই চুল ধীরে ধীরে কুঁকড়ে আসছে! কখনও কুঁক়ড়ে যাচ্ছে, কখনও বা ঢেউ খেলিয়ে যাচ্ছে। কেন এ রকম হচ্ছে? চুল হঠাৎ ধরন পাল্টাচ্ছে কেন? কী কী কারণে এটি ঘটতে পারে?

Advertisement

হরমোনের বদল- হরমোনের ওঠানামার সঙ্গে চুলের গঠন পরিবর্তনের সম্পর্ক রয়েছে। চুলের ফলিকলগুলি আপনার শরীরের রাসায়নিক গঠনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলায়। বয়ঃসন্ধি, গর্ভাবস্থা, মেনোপজ়, এমনকি গর্ভনিরোধক পিল খেলেও চুলের ধরন বদলে যেতে পারে। গর্ভাবস্থায় অনেকের চুল ঘন, ঢেউ খেলানো হয়ে যায়। মূলত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের বৃদ্ধির কারণে এটি হয়। সন্তানের জন্ম দেওয়ার পর গঠন আবার পরিবর্তিত হতে পারে। একই ভাবে মেনোপজ়ের সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় এবং টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। তখন আবার চুল পাতলা হয়ে যেতে পারে। ধরন বদলে যেতে পারে।

চুল হঠাৎ ধরন পাল্টাচ্ছে কেন? ছবি: সংগৃহীত।

বয়স বৃদ্ধি- হঠাৎ করে চুলের ধরন পাল্টায় না। শারীরিক এবং মানসিক একাধিক কারণ থাকে নেপথ্যে। তার মধ্যে অতি সাধারণ ঘটনা, বয়স বৃদ্ধিও একটি কারণ। অনেকের বয়স বাড়তে থাকলে স্ট্রেট চুল কুঁকড়ে যেতে থাকে। বিশেষ করে ২০ কিংবা ৩০ বছর বয়সের কোঠার শেষের দিকে পৌঁছে এই ঘটনা দেখা যায়। মসৃণ চুলগুলিতে ঢেউ খেলে যেতে পারে।

Advertisement

তাপ এবং যন্ত্র- ফ্ল্যাট আয়রনিং করার জন্য অনেকেই স্ট্রেটনার ব্যবহার করেন। সাময়িক ভাবে স্ট্রেট হয়ে যায় বটে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চুলের ফলিকলের আকৃতি বদলে যেতে পারে। অতিরিক্ত ব্লিচিংয়ের মতো রাসায়নিক ট্রিটমেন্টও চুলের ধরন পালটে দেয়।

আবহাওয়া পরিবর্তন- হাওয়া বদল করলেও চুলের কাঠামোগত পরিবর্তন হতে পারে। কম আর্দ্র জায়গা থেকে বেশি আর্দ্র জায়গায় গেলে চুলের গঠন পালটে যায়। এমনকি জলের মানও গুরুত্বপূর্ণ। খনিজ পদার্থে ভরা শক্ত জল চুলের কিউটিকলকে রুক্ষ করে তুলতে পারে। নরম জলেও পালটে যেতে পারে চুল।

অনেকের বয়স বাড়তে থাকলে স্ট্রেট চুল কুঁকড়ে যেতে থাকে। ছবি: সংগৃহীত।

মানসিক চাপ- অতিরিক্ত মানসিক চাপে চুল যেমন ঝরে পড়ে যায়, তেমনই চুলের পরিবর্তন হতে পারে। তা সে পড়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, অথবা নতুন আকৃতি পাওয়া— সবই হতে পারে।

শারীরিক রোগ- অটোইমিউন রোগ, থাইরয়েড, অ্যালোপেশিয়া এরিয়াটার মতো রোগ চুলের গঠনের উপর প্রভাব ফেলতে পারে। যাঁরা কেমোথেরাপি করেছেন, তাঁদের চুল আগের চেয়ে বেশি কোঁকড়া বা ঘন হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement