Winter Skin Care Tips

ময়েশ্চারাইজ়ার মাখার পরেও মুখে দেখাচ্ছে শুকনো, শীতের রূপচর্চায় কোন বদল জরুরি?

শীতের দিনে ময়েশ্চারাইজ়ার, ক্রিম দুই-ই মাখছেন তবু ত্বকের শুষ্ক ভাব কাটছে না? এমন সমস্যা নতুন নয়। রূপটানশিল্পীরা বলছেন, ভুলটা হয়ে যায়, গরমের প্রসাধনী শীতেও ব্যবহার করলে।

Advertisement

আনন্দবাজার ডট কম প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৬:১৭
Share:

শীতের ত্বকে যত্ন নিতে কেন বদল দরকার প্রসাধনীতে? ছবি: ফ্রিপিক।

শীতে মুখের অবস্থা হয় অনেকটা ঝরা পাতার মতো। রুক্ষ, শুকনো। ময়েশ্চারাইজ়ার মাখলেও কিছুক্ষণের মধ্যেই যেন তেলতেলে সেই বর্ম বেমালুম উধাও হয়ে যায়। তার উপর দিনভর যাঁদের এসি অফিসে কাজ করতে হয়, তাঁদের সমস্যা আরও বাড়ে। ত্বক হয়ে যায় রুক্ষ।

Advertisement

শীতের দিনে ময়েশ্চারাইজ়ার, ক্রিম দুই-ই মাখছেন তবু ত্বকের শুষ্ক ভাব কাটছে না? এমন সমস্যা নতুন নয়। রূপটানশিল্পীরা বলছেন, ভুলটা হয়ে যায়, গরমের প্রসাধনী শীতেও ব্যবহার করলে। মরসুম বদলের সঙ্গে সঙ্গে প্রসাধনীতেও বদল জরুরি। কারণ, শীতের আবহাওয়ায় আর্দ্রতার অভাব থাকে। অথচ গ্রীষ্মকালে বা বছরের অন্য মরসুমে হয় ঠিক উল্টো। তখন অতিরিক্ত ঘামে মুখ তেলতেলে বা চটচটে হয়ে যায়।

ফলে শীত পড়লেই ত্বকের ধরন বদলায়। তারই জন্য বদল দরকার ক্লিনজ়ার থেকে ক্রিমের।

Advertisement

১। মুখ পরিষ্কারের জন্য শীতের ফেসওয়াশটি হোক অন্য। ত্বকের আর্দ্রতা ধরে রাখার হাইড্রেটিং ফেসওয়াশ এই সময় ভাল কাজ করে। ফেনা হয় না, কৃত্রিম সুগন্ধীও দেওয়া নয় এমন ফেসওয়াশ বেছে নিন। এতে ত্বক বেশি শুষ্ক হয়ে যায় না। নরম থাকে।

২। মাইসেলার ওয়াটারের বদলে মেকআপ তুলতে ব্যবহার করুন তেল বেসড ক্লিনজার। কাঠবাদাম, নারকেল তেল-সহ বিভিন্ন তেল যুক্ত ক্লিনজ়ার পাওয়া যায়। বিশেষত ত্বকের ধরন রুক্ষ হলে এগুলি বিশেষ কার্যকর হয়।

৩। সারা বছর যে ময়েশ্চারাইজ়ারটি মাখেন শীতের দিনে সেটি কাজ করবে না, এটাই স্বাভাবিক। কারণ, শীতে দরকার বাড়তি সুরক্ষার। এই সময় কাজে আসে ‘কোল্ড ক্রিম’। এই ধরনের ক্রিম একটু মোটা বা ঘন হয়। ত্বকের তৈলাক্ত ভাব বজায় রাখতে সাহায্য করে। তা ছাড়া, কোকোবাটার, শিয়াবাটার, গ্লিসারিন যুক্তে ময়েশ্চারাইজ়ারও বেশ ভাল।

৪। ঘুমোনোর আগে রূপচর্চা খুব জরুরি। প্রথমে ত্বক পরিষ্কার করে টোনার ব্যবহার করতে হবে। তার পরে মাখতে হবে ময়েশ্চারাইজ়ার। তবে ময়েশ্চারাইজ়ার মাখার আগে প্রয়োজন মতো সিরাম ব্যবহার করা যায়। ত্বকে যদি বলিরেখা পড়ে, বেশি রুক্ষ দেখায়, কালচে ভাব দেখা যায়, তা হলে প্রয়োজন মতো সিরাম মাখতে হবে। হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড এই ধরনের সিরাম শীতের দিনের জন্য ভাল। রুক্ষ ত্বকে আর্দ্রতা জোগায়।

৫। ত্বক ভাল রাখার অত্যাবশ্যকীয় শর্ত সানস্ক্রিনের ব্যবহার। গরমের দিনে ত্বক তেলতেলে হয়ে যাওয়ার ভয়ে অনেকে জেল জাতীয় বা ওয়াটার বেসড সানস্ক্রিন মাখেন। তবে শীতে ময়েশ্চারাইজ়ার কিংবা ক্রিমযুক্ত সানস্ক্রিন বেছে নিন। এতে চট করে মুখ শুকনো দেখাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement