Winter Facial Mask

শীতের মরসুমে পর পর বিয়েবাড়ি, রোজ কি সালোঁয় যাওয়া যায়? জেল্লা ফেরাতে ঘরেই বানান ৩ মাস্ক

শীতের দিন, ধোঁয়া ধুলোয় ত্বকের ক্ষতি হয়ই। তা ছাড়া পর পর অনুষ্ঠানবাড়ি থাকলে সব সময় সালোঁয় গিয়ে ফেশিয়াল করানোও সম্ভব হয় না।তার চেয়ে বরং রাতেই ত্বকের যত্ন নিন। মাখুন ঘরে তৈরি মাস্ক। সকালে উঠলে মুখে দেখাবে তরতাজা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৪২
Share:

ত্বকের জেল্লা ফিরুক রাতারাতি। কী ভাবে বানাবেন মাস্ক? ছবি: সংগৃহীত।

শীতের শুরু থেকেই ত্বকে টান ধরে। ক্রিম মাখলেও যেন মনে হয় মুখ শুকনো হয়ে রয়েছে। এমন ত্বকে যতই মেকআপের পরত দেওয়া হোক না কেন জেল্লা আনা মুশকিল। রূপটান শিল্পীরাও বলেন, কারও নিজস্ব ত্বক যত সুন্দর, ততই মেকআপের পরেও জেল্লা আসে। সে ক্ষেত্রে মুখ হল ক্যানভাস। সুন্দর দেখানোর জন্য তাই খুঁত ঢাকার চেয়ে ত্বকের যত্নে বেশি মনোযোগ দেওয়া দরকার।

Advertisement

শীতের দিন, ধোঁয়া ধুলোয় ত্বকের ক্ষতি হয়ই। তা ছাড়া পর পর অনুষ্ঠানবাড়ি থাকলে সব সময় সালোঁয় গিয়ে ফেশিয়াল করানোও সম্ভব হয় না।তার চেয়ে বরং রাতেই ত্বকের যত্ন নিন। সকালে উঠলে মুখে থাকবে দীপ্তি, থাকবে কমনীয়তা।

১। শীতের দিনে বাতাসে আর্দ্রতা কমে যায়। তাই ফেস মাস্কটিতেও আর্দ্রতার জোগান থাকা জরুরি। ২ টেবিল চামচ ওট্‌স, ২টি ভেজানো কাঠবাদাম(খোসা ছাড়ানো), ২ টেবিল চামচ দুধ বা দুধের সর, ১ চা-চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। যোগ করুন ১ টেবিল চামচ অলিভ অয়েল। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মিশ্রণটি মুখে মাখুন। হালকা হাতে মাসাজ করার পর মিনিট ১৫ রেখে দিন। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। এক বার ব্যবহারেই মুখ হবে উজ্জ্বল, রুক্ষ ভাব উধাও হবে।

Advertisement

২। নারকেলের দুধও কিন্তু শীতের দিনে ত্বকের জন্য খুব উপকারী। এতে মেলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ২ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে আধ চা-চামচ কাঁচা হলুদবাটা বা হলুদগুঁড়ো মিশিয়ে নিন। দিয়ে দিন কয়েক ফোঁটা মধু। এই মিশ্রণটিও পরিষ্কার মুখে মালিশ করে ১৫ মিনিট রেখে দিন। তার পরে ধুয়ে নিন।

৩।তিসির বীজ শুধু স্বাস্থ্যের জন্য ভাল নয়, ত্বকের জন্যও উপকারী। বিশেষত যাঁদের মুখে বয়সের ছাপ পড়তে শুরু করেছে, রুক্ষ ত্বকের জন্য বলিরেখা স্পষ্ট হয়ে উঠছে, তাঁরা এটি ব্যবহার করতে পারেন। একটি পাত্রে দুই চা-চামচ তিসির বীজ মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। জেলের মতো তৈরি হবে। সেটি পরিষ্কার কাপড়ে ঢেলে ছেঁকে নিন। বীজ বেরিয়ে যাবে। জেলের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ অলিভ অয়েল বা কাঠবাদামের তেল। মিশ্রণটি মুখে হালকা করে মালিশ করে ১৫ মিনিট রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন।

অনুষ্ঠানবাড়ি থাকলে আগের রাতে মাস্ক ব্যবহারের চেষ্টা করুন। সকালে ঝকঝকে হয়ে উঠবে মুখ। মাসে অন্তত চার বার মাস্ক মাখলে ত্বকের অনেক সমস্যার সমাধান হবে। রুক্ষ ভাবও উধাও হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement