Sandipta Sen

নববর্ষে সৌম্যর দেওয়া মলমলের শাড়ি পরেই আমার প্রথম ছবির প্রিমিয়ারে যাব: সন্দীপ্তা সেন

‘রুদ্ধশ্বাস রাজস্থান’ ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করলেন সন্দীপ্তা সেন। একে নতুন ছবি, তার উপর নববর্ষ— আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৩:৩৯
Share:

পয়লা বৈশাখ নিয়ে কতটা উত্তেজিত সন্দীপ্তা? ছবি: সংগৃহীত।

রাত পোহালেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছর। বাঙালির আবেগের উৎসব। উদ্‌যাপনের প্রস্তুতিও তুঙ্গে। উৎসবপ্রিয় বাঙালি আমোদ-আহ্লাদে ডুব দেন এ দিন। বাঙালি খানায় জমিয়ে ভূরিভোজ থেকে বৈশাখের প্রথম সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা— পয়লা বৈশাখ নিয়ে উন্মাদনার শেষ নেই। সারা বছর বাংলা ক্যালেন্ডারের পাতা হাতড়ে না দেখলেও নববর্ষের উৎসবকে আপন করে নেন সকলেই।

Advertisement

শুধু কি সাধারণ মানুষ? ব্যস্ততা পাশে সরিয়ে রেখে বৈশাখী উদ্‌যাপনে মেতে ওঠেন টলিপাড়ার তারকারাও। সন্দীপ্তা সেন। টলিউডের চেনা মুখ। এ বছরের পয়লা বৈশাখ তাঁর কাছে ভীষণ অন্য রকম। এত দিন ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শক। একেনবাবুর নতুন ছবি ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ ছবির হাত ধরে প্রথম বার বড় পর্দায় আত্মপ্রকাশ করলেন সন্দীপ্তা সেন। একে পয়লা বৈশাখ, তার উপর জীবনের প্রথম বড় পর্দায় ছবিমুক্তি! কতটা উত্তেজিত অভিনেত্রী? সন্দীপ্তা বলেন, ‘‘প্রচণ্ড উত্তেজিত তো বটেই। এর আগে ‘একান্নবর্তী’ ছবিতে সন্দীপ্তা হয়েই অতিথিশিল্পী হিসাবে কাজ করেছিলাম। সেই অর্থে বলতে গেলে ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ আমার বড় পর্দার প্রথম ছবি। তাই একটু টেনশনেই আছি। মন দিয়ে কাজ করেছি। বাকিটা দর্শকের হাতে। সন্ধ্যায় প্রিমিয়ার। ছবিটা বসে না দেখা পর্যন্ত ঠিক মনটা শান্ত হচ্ছে না।’’

সন্দীপ্তার নতুন বছর শুরু হচ্ছে একেবারে নতুন একটি অধ্যায় দিয়ে। ছবি: সংগৃহীত।

তার মানে পয়লা বৈশাখের আগের দিন থেকেই সন্দীপ্তার উদ্‌যাপন শুরু? অভিনেত্রী বলেন, ‘‘একেবারেই। বাবা-মাকে নিয়ে সন্ধ্যাবেলায় প্রিমিয়ারে যাব। সেখানেই অনেকটা সময় কেটে যাবে। তার পর ফিরে হয়তো নববর্ষের পরিকল্পনা করব। তবে আপাতত সিনেমাতেই মনোনিবেশ করছি।’’

Advertisement

সন্দীপ্তার নতুন বছর শুরু হচ্ছে একেবারে নতুন একটি অধ্যায় দিয়ে। উদ্‌যাপনও তো জমকালো হওয়া চাই। পয়লা বৈশাখের ভূরিভোজে কী থাকছে অভিনেত্রীর পাতে? সন্দীপ্তা বলেন, ‘‘বেশ গরম পড়েছে। ফলে বাবা-মাকে নিয়ে বাইরে খেতে যাওয়া সমস্যার। তাই ঠিক করেছি, বাইরে থেকেই খাবার আনাব। মেনুটা আপাতত ঠিক করেছি। ডাল, ঝুরি ঝুরি আলুভাজা, পাঁঠার মাংস অথবা ইলিশ, সেই সঙ্গে চিংড়ি আমার খুবই প্রিয়। তাই চিংড়ির মালাইকারি থাকছেই। তবে শেষ পাতে মিষ্টিটা রাখছি না। মা-বাবার ডায়াবিটিস আছে। ফলে ওঁদের মিষ্টি খাওয়া বারণ। তাই আমিও মিষ্টি থেকে দূরেই থাকি।’’

উৎসবের উদ্‌যাপন মানেই নতুন পোশাক পরার চল তো থাকেই। নববর্ষে কী পরছেন সন্দীপ্তা? তিনি বলেন, ‘‘সৌম্য একটি মেরুন রঙের মলমলের শাড়ি দিয়েছে। ওটা পরেই প্রিমিয়ারে যাব। আর মায়ের থেকেও বেশ কয়েকটি শার্ট প্রাপ্তি হয়েছে। সেগুলিও পরব। আর পয়লা বৈশাখের রাতে একটি প্রযোজনা সংস্থার অনুষ্ঠান আছে, সেখানে হয়তো যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন