কোন বাক্সে রয়েছে গাড়ি?
একই রকম দেখতে তিনটি বাক্স। তার মধ্যে যে কোনও একটির মধ্যে রয়েছে আস্ত একটি গাড়ি। কিন্তু কোন বাক্সের মধ্যে গাড়িটি রয়েছে? সঠিক বলতে পারলে গাড়িটি আপনার।
দিন কয়েক ধরে পাজেলফিজির এই আপাত নিরীহ ধাঁধাটি সোশ্যাল মিডিয়ায় একেবারে হট কেকের মতো ঘুরছে। এবং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মাত্র ৩৬ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনটি বাক্স। প্রথমটির গায়ে লেখা আছে, ‘এই বাক্সেই গাড়িটি আছে।’ দ্বিতীয় বাক্সে লেখা, ‘এই বাক্সে গাড়িটি নেই।’ আর তৃতীয় বাক্স বলছে, ‘প্রথম বাক্সে গাড়িটি নেই।’ তা হলে কোন বাক্সে গাড়ি আছে? কিছু ধারণা করতে পারলেন? আপনার কাছে চারটি অপশন রয়েছে। ১) প্রথম বাক্স, ২) দ্বিতীয় বাক্স, ৩) তৃতীয় বাক্স এবং ৪) কোনও বাক্সেই নয়।
সঠিক উত্তরটি পেতে হলে এলিমিনেশন পদ্ধতি প্রয়োগ করতে হবে। অর্থাত্ দেখতে হবে, কোন বাক্সে সত্যি কথাটা লেখা আছে। প্রথমেই বলে রাখা ভাল যে, একটি বাক্সে গাড়িটি নিশ্চিত ভাবে রয়েছে। এবং কেবলমাত্র একটি বাক্সই সত্যি কথা বলছে। ফলে চতুর্থ অপশনটি বাদ গেল। এ বার প্রতিটি বাক্সের লেখাগুলি আলাদা করে দেখা যাক। প্রথম বাক্সের লেখাটা সত্যি হলে দ্বিতীয় বাক্সের লেখাও সত্যি। সে ক্ষেত্রে দু’টি বাক্সের লেখা সত্যি হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু একটি বাক্সই সত্যি কথা বলছে, অতএব প্রথম বাক্সে গাড়িটি নেই। তৃতীয় বাক্সের লেখাটা সত্যি হলে দ্বিতীয় বাক্সের লেখাও সত্যি। সুতরাং গাড়ি নেই এই বাক্সেও। এক মাত্র দ্বিতীয় বাক্সে গাড়িটি থাকলে তৃতীয় বাক্সের লেখাটি সত্য হচ্ছে। অর্থাত্ প্রথম দু’টি বাক্সেই মিথ্যা কথা লেখা রয়েছে। সত্যি বলছে শুধুমাত্র তৃতীয় বাক্সটি। এ বার মিলিয়ে নিন, আপনার উত্তর। দেখে নিন আপনি সেই ৩৬ শতাংশের মধ্যে পড়লেন কি না।