Thekua

ছট পুজো মানেই এই সব সুস্বাদু খাবার

ছটপুজো মানেই চার দিন ব্যাপী ধুমধাম আর নানা রকম সুস্বাদু খাবারের সমাহার। এই পুজোর সব খাবারই তৈরি করা হয় ঘি দিয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ১৫:১৭
Share:
০১ ০৭

ছটপুজো মানেই চার দিন ব্যাপী ধুমধাম আর নানা রকম সুস্বাদু খাবারের সমাহার। এই পুজোর সব খাবারই তৈরি করা হয় ঘি দিয়ে। জেনে নিন কিছু জনপ্রিয় খাবারের কথা। 

০২ ০৭

ঠেকুয়া: ময়দা, চিনি ও ড্রাই ফ্রুট দিয়ে তৈরি ঘিয়ে ভাজা ছট পুজোর সবচেয়ে জনপ্রিয় খাবার।

Advertisement
০৩ ০৭

চালের পায়েস: ছট পুজোয় চাল, গুড় ও দুধ দিয়ে তৈরি পায়েস নিবেদন করা হয়।

০৪ ০৭

কদ্দু কি সব্জি: ঘি দিয়ে তৈরি করা হয় কুম়ড়োর এই বিশেষ পদ। পুরির সঙ্গে দারুণ উপাদেয়।

০৫ ০৭

কেসর: চালের গুঁড়ো, ঘি, গুড় ও মৌরি দিয়ে তৈরি করা হয় কেসর।

০৬ ০৭

ছট পুজোর প্রসাদে পুরি অবশ্যই চাই। ঘি দিয়ে ভাজা পুরির সঙ্গে খাওয়া হয় কুমড়োর তরকারি ও চানা।

০৭ ০৭

সবুজ চানা: সারা রাত চানা ভিজিয়ে রেথে পরদিন গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়। এই চানা পুরির সঙ্গে খাওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement