রেড মিট বেশি খেলে হতে পারে কিডনির সমস্যা, বলছেন গবেষকরা

আপনি কি খাসির মাংস খেতে খুব ভালবাসেন? রবিবার এলেই দুপুরে পাতে খাসির ঝোল ছাড়া ভাত ভাবতেই পারেন না? তবে একটু সাবধান হতে হবে। নতুন এক গবেষণা জানাচ্ছে, অতিরিক্ত রেড মিট খেলে কিডনি অকেজো হয়ে পড়তে পারে। তবে এই ঝুঁকি অনেক কম উদ্ভিজ্জ প্রোটিন বা প্লান্ট প্রোটিনের ক্ষেত্রে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ১৬:১৫
Share:

আপনি কি খাসির মাংস খেতে খুব ভালবাসেন? রবিবার এলেই দুপুরে পাতে খাসির ঝোল ছাড়া ভাত ভাবতেই পারেন না? তবে একটু সাবধান হতে হবে। নতুন এক গবেষণা জানাচ্ছে, অতিরিক্ত রেড মিট খেলে কিডনি অকেজো হয়ে পড়তে পারে। তবে এই ঝুঁকি অনেক কম উদ্ভিজ্জ প্রোটিন বা প্লান্ট প্রোটিনের ক্ষেত্রে।

Advertisement

বর্তমানে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি ও এন্ড-স্টেজ রেনাল ডিজিজ বা ইসিআডি-র প্রকোপ বাড়ার কারণ খুঁজতে গিয়ে ৬৩,২৫৭ জন প্রাপ্তবয়স্কর ওপর ১৫ বছর ধরে সমীক্ষা চালান সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুলের এক দল গবেষক। এই দেশের জনসংখ্যার ৯৭ শতাংশ পর্ক বা শুয়োরের মাংস খান। এই সমীক্ষার মুখ্য গবেষক উন পে কোহ জানান, ‘‘যারা বেশি পরিমাণ রেড মিট খান তাদের ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ৪০ শতাংশ বেশি। অন্যদিকে, রেড মিট খাওয়া কমালে এই ঝুঁকি প্রায় ৬২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সেই জায়গায় প্রোটিনের ঘাটতি মেটাতে খেতে পারেন ডিম, দুগ্ধজাত খাবার, সয় বা ডাল জাতীয় খাবার।’’

আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।

Advertisement

আরও পড়ুন: প্রতিদিনের ডায়েটে কেন অবশ্যই প্রয়োজন প্রোটিন? জেনে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন