Couple

Unusual Story: বেড়াতে যাওয়ার ছবি ফেসবুকে দিয়ে বিপাকে দম্পতি! গুনতে হল মোটা টাকার জরিমানাও

ঘুরতে যাওয়ার ছবি অনেকেই নেটমাধ্যমে ভাগ করে নেন। তবে তার জন্য এমন সমস্যার সম্মুখীন হতে হবে কে জানত!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১৮:৫১
Share:

নিয়ম লঙ্ঘন করে টিলার উপর গাড়ি চালানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করে লেহ পুলিশ। ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন এক দম্পতি। নিজেদের বেড়ানোর সেই ছবি নেটমাধ্যমে ভাগ করেও নিয়েছিলেন তাঁরা। কিন্তু তার জন্য যে এমন বিপাকে পড়তে হবে কে জানত! নিজেদের আনন্দের মুহূর্তের ছবি অনেকেই ভাগ করে নেন নেটমাধ্যমে। ওই দম্পতিও তাঁদের কাশ্মীর ভ্রমণের বেশ কিছু ছবি ফেসবুকে দিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল লেহতে একটি বরফের টিলার উপর গাড়ি চালানোর ছবি। নেটমাধ্যমে দিতেই সেই ছবিটি নানা দিকে ছড়িয়ে পড়ে। আর তাতেই ঘটে বিপত্তি। নিয়ম লঙ্ঘন করে টিলার উপর গাড়ি চালানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করে লেহ পুলিশ।

Advertisement

ছবিতে থাকা গাড়ির নম্বরটি দিল্লির। কিন্তু নেটমাধ্যমে দেওয়া ছবির উপরেই লেখা ছিল ছবিটি আসলে কোন জায়গা থেকে আপলোড করা হয়েছে। ফলে ছবির সূত্র ধরেই লেহ পুলিশ ওই দম্পতির সন্ধান পায়। নেটমাধ্যমেও ইতিমধ্যে অনেকেই অসন্তোষ প্রকাশ করে কিছু মন্তব্য করেছিলেন ওই ছবিটির নীচে। অনেকে ওই দম্পতির শাস্তির দাবিও তোলেন।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন