Office Desk Decor Tips

দিনের সিংহভাগ কাটে অফিসেই? অগোছালো ডেস্কে কাজে মন বসে না, সাজিয়ে ফেলুন ৬টি জিনিসেই

অগোছালো না রেখে গুছিয়ে ফেলুন নিজের ডেস্ক। সাজানো জায়গায় কাজ করতেও ভাল লাগবে। আর তাই ডেস্ক সাজানোর ছোট কৌশল জেনে নিন। প্রয়োজন কেবল ৬টি জিনিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৪:৪২
Share:

ডেস্ক সাজানোর ছোটখাটো কৌশল। ছবি: ডেকরিলা।

দিনের বেশির ভাগ সময় কি অফিসেই কেটে যায়? আপনি আর আপনার ছোট টেবিল বা কিউবিকল অথবা লম্বা টেবিলের একটি অংশ। এই নিয়েই কাটে প্রত্যেক দিনের সিংহভাগ। তা হলে অগোছালো না রেখে গুছিয়ে ফেলুন নিজের ডেস্ক। সাজানো জায়গায় কাজ করতেও ভাল লাগবে। আর তাই ডেস্ক সাজানোর ছোট কৌশল জেনে নিন। প্রয়োজন কেবল ৬টি জিনিস।

Advertisement

ডেস্ক অর্গানাইজ়ার: পেন, পেনসিল, স্টেপলার এবং ফাইল রাখার জন্য একটি ছোট অর্গানাইজ়ার কিনে নিন। যেখানে নির্দিষ্ট খোপে নির্দিষ্ট জিনিস রাখতে পারবেন। এতে জিনিসগুলি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। খোঁজার জন্য কসরতও করতে হবে না।

জলের বোতল: পরিবেশবান্ধব উপাদানে তৈরি জলের বোতল রেখে দিন ডেস্কে। আপনার নিজস্ব জলের বোতল। প্রয়োজনে নিজের নাম লিখে সেঁটে দিতে পারেন, যাতে অন্য কারও ভুল না হয়। নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে কাজের সময়। ডেস্ক সাজানোর পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নিতেও ভুলবেন না।

Advertisement

পেন, পেনসিল, স্টেপলার, ফাইল রাখার জন্য অর্গানাইজ়ার। ছবি: সংগৃহীত।

মুখ চালানোর সরঞ্জাম: সারা দিন বসে বসে কাজ, টুকিটাকি খাবার জিনিস রেখে দিলে মুখ চালানোর জন্য চিন্তা করতে হবে না। তাই ছোট ছোট কাচের শিশিতে ভরে খাবার রেখে দিতে পারেন। কিন্তু চানাচুর বা ভাজাভুজি নয়, স্বাস্থ্যকর খাবার রাখতে হবে। যাতে কাজের সময়ে প্রয়োজনীয় পুষ্টি পায় শরীর।

গাছ: সারা দিন শীতাতপ নিয়ন্ত্রিত কাচের ঘরে বসে ক্লান্ত হয়ে যায় শরীর। তাই সেখানেই যদি প্রকৃতির ছোঁয়া এনে দেওয়া যায়, খানিক আরাম তো মিলবেই। অন্দরমহলের জন্য উপযুক্ত ছোটখাটো গাছ দিয়ে সাজিয়ে রাখতে পারেন নিজের ডেস্ক।

স্টিকি নোট: সারা দিনে কী কী কাজ রয়েছে, অথবা কারও নম্বর, ইত্যাদি লিখে রাখার জন্য স্টিকি নোটপ্যাড রেখে দিতে পারেন। দরকারে তাতে নোট নিয়ে সামনে টাঙিয়ে রাখলেন, কাজ হয়ে গেলে খুলে ফেলে দিলেন। এতে ভুলে যাওয়ার ঝুঁকিও কমে, ডেস্কসজ্জার কাজও হয়ে যায় রংবেরঙের কাগজ দিয়ে।

নিজস্বতার ছোঁয়া: নিজের ব্যক্তিত্বের ছোঁয়ায় ডেস্ক হয়ে উঠুক বাকিদের থেকে আলাদা। নিজের পছন্দের গানের বা কবিতার পঙ্‌ক্তি, মন ভাল করা ছবি, পরিবারের ছবি ইত্যাদি দিয়ে ডেস্ক সাজিয়ে তুলুন। বাকি সরঞ্জাম যদি অন্যের সঙ্গে মিলেও যায়, আপনার ডেস্কে থাকবে নিজস্বতার ছোঁয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement