ওয়েডিং ফোটোগ্রাফি, জেনে নিন খরচের খুঁটিনাটি

আগে বিয়েতে বাড়ির কাকা, দাদাদেরই দেখা যেত ক্যামের গলায় ঝুলিয়ে ছবি তুলতে। সেই একটা দিনের জন্য তাঁরা বেশ ঘ্যামও নিতেন। এর পর এল সেই সময় যখন বিয়ে বাড়িতে খেতে বসেছেন হয়তো, হঠাত্ মুখে ক্যামেরামানের জোরালো আলো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৫ ১৩:৩৮
Share:

আগে বিয়েতে বাড়ির কাকা, দাদাদেরই দেখা যেত ক্যামের গলায় ঝুলিয়ে ছবি তুলতে। সেই একটা দিনের জন্য তাঁরা বেশ ঘ্যামও নিতেন। এর পর এল সেই সময় যখন বিয়ে বাড়িতে খেতে বসেছেন হয়তো, হঠাত্ মুখে ক্যামেরামানের জোরালো আলো। তারপর কিছু বাঙলা, কিছু হিন্দি গান মিলিয়ে বিয়ের ভিডিও। এখন সময়ের সঙ্গে তাল রেখেই এসে গিয়েছে ওয়েডিং ফোটোগ্রাফি। এই বিশেষ দিনের স্মৃতি সুন্দর করে ধরে রাখতে চান সকলেই। তাই সময়ের দাবি মেনে এসেছে বিভিন্ন কনসেপ্ট, বেড়েছ খরচও। জেনে নিন ওয়েডিং ফোটোগ্রাফির খুঁটিনাটি।

Advertisement

ওয়েডিং ফোটোগ্রাফির বিভিন্ন প্যাকেজ রয়েছে। কী ধরনের শুট চান, ক’টা ছবি থাকবে, অ্যালবাম কেমন হবে, কত দিনের শুট সব কিছু নিয়েই তৈরি হয় প্যাকেজ।

কনসেপ্ট- ক্যানডিড, ক্রিয়েটিভ, রয়্যাল, রোমান্টিক, পোর্ট্রেট বিভিন্ন রকম কনসেপ্টে ওয়েডিং ফোটোগ্রাফি করা হয়। সেই অনুযায়ী নির্ভর করে খরচ। চাইলে গোটা বিয়েতে এক ধরনের কনসেপ্ট রাখতে পারেন। আবার আইবুড়ো ভাত, বিয়ে, বউভাত, ককটেল পার্টি প্রতি দিন বেছে নিতে পারেন বিভিন্ন স্টাইল। তবে এতে খরচ বাড়বে।

Advertisement

ক্যামেরার মান- কোন ক্যামেরায় ছবি তোলা হচ্ছে তার উপর নির্ভর করে খরচ। এইচডি মানের ছবি হলে অবশ্যই খরচ বাড়বে। ওয়েডিং প্যাকেজে স্টিল ফোটোগ্রাফির সঙ্গেই ভিডিওগ্রাফিও থাকে। খরচের আনাগোনা পুরোটাই নির্ভর করে ক্যামেরার মানের উপর।

ছবির সংখ্যা- অ্যালবামে কতগুলো ছবি থাকবে সেই অনুযায়ী ঠিক করা খরচ। একেকটা ছবি মানে অ্যালবামের একেকটা পেজ। মোটামুটি ২০০ থেকে ৩০০ থেকে ছবির অ্যালবাম থাকে প্যাকেজে। তবে এ ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। ছবি তোলার পর প্রতিটা ছবির সফট কপিই ফোটোগ্রাফার আপনাকে দিয়ে দেবেন। পছন্দ মতো বেছে দিলে শুধু সেই কয়েকটা ছবিই প্রিন্ট করা হবে। সেই অনুযায়ী তৈরি হবে অ্যালবামের পৃষ্ঠা।

অ্যালবামের মান- ক্যামেরার মানের মতোই অ্যালবামের মানের উপরেও নির্ভর করে খরচ। কী ধরনের কাগজে প্রিন্ট করা হবে সেই অনুযায়ী খরচ ঠিক করা হয়। ডিজিটাল প্রিন্ট, মেটালিক ফোটো কভার, গ্লসি, ম্যাট, লাস্টর বিভিন্ন রকম পৃষ্ঠার ওয়েডিং বুক বানানো হয়। কত পৃষ্ঠা এবং কেমন কাগজ ও প্রিন্ট সেই অনুযায়ী দাম ঠিক করেন ফোটোগ্রাফাররা।

দিন- কত দিনের জন্য ফোটোগ্রাফার বুক করছেন সেই অনুযায়ী খরচ ওঠানামা করবে। বাঙালি বিয়ের জন্য মোটামুটি তিন দিনের প্যাকেজ রাখেন ফোটোগ্রাফাররা। বরের বাড়ি বিয়ে থেকে বউভাত, কনের বাড়ি আইবুড়ো ভাত থেকে বিয়ের পরের দিন। এই তিন দিনের হিসেবে ফোটোগ্রাফার বুক করেন। এর সঙ্গেই ককটেল পার্টি, এনগেজমেন্ট যদি যোগ হয় তবে খরচ আরও কিছুটা বাড়বে। অনেক ফোটোগ্রাফার ককটেল পার্টি বা আইবুড়ো ভাতের শুট বিয়ের প্যাকেজের সঙ্গে ফ্রি-তে করে দেন। অনেকে আবার বর-কনের জন্য ফ্রি-তে এক দিনের প্রি-ওয়েডিং শুট রাখেন প্যাকেজে। বর-কনের পছন্দ মতো কোনও আউটডোর লোকেশন বেছে নিয়ে ছবি তোলা হয়।

খরচ- এ বার আসি আসল কথায়। ওয়েডিং ফোটোগ্রাফির খরচ ১৫ হাজার থেকে শুরু করে তিন লক্ষ পর্যন্ত হতে পারে। এক দিনের শুট, মোটামুটি ২০০ থেকে ৩০০ পৃষ্ঠার ডিজিটাল প্রিন্টের অ্যালবাম ও ভিডিওগ্রাফির খরচ ১৫ হাজার থেকে শুরু। তিন দিনের জন্য ৪৫ হাজারে পেয়ে যাবেন প্যাকেজ। ক্যামেরা, অ্যালবামের মান অনুযায়ী এক দিনের খরচ ৩০ হাজার পর্যন্ত হতে পারে। এনগেজমেন্ট, ককটেল পার্টি, সঙ্গীত, আইবুড়ো ভাত, বিয়ে, রিসেপশন নিয়ে পাঁচ দিনের প্যাকেজ আড়াই থেকে তিন লাখের মধ্যে এসে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন