Rajasthan

যুবকের পেট থেকে বেরোল ৫৬ টুকরো ব্লেড! দিনের পর দিন তা খেয়েই নাকি বেঁচেছিলেন তিনি

খেতে ভাল লাগলে যে কোনও জিনিসই খেয়ে ফেলা যায়। তাই বলে ব্লেড!

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১১:১৯
Share:

যুবকের পেট থেকে চিকিৎসকরা বার করলেন ৫৬ টুকরো ব্লেড। ছবি- প্রতীকী

অস্ত্রোপচার করে এক যুবকের পেট থেকে চিকিৎসকরা বার করলেন ৫৬ টুকরো ব্লেড। ঘটনা রাজস্থানের জালোর জেলার।

Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, কাউকে না জানিয়েই চুপিসারে দিনের পর দিন ব্লেড খেতেন বছর ২৫-এর এক যুবক। তার পর হঠাৎই সোমবার রক্তবমি শুরু হয় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে ‘এক্স-রে’, ‘আলট্রাসাউন্ড’ এবং ‘এন্ডোস্কোপ’ শেষে দেখা যায়, তাঁর পেটের মধ্যে অসংখ্য ব্লেডের টুকরো রয়েছে। এতটুকু সময় নষ্ট না করে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তাঁরা।

দীর্ঘ ৩ ঘণ্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা ওই যুবকের পেট থেকে ব্লেডের ৫৬টি টুকরো বার করেন। তাঁরা জানিয়েছেন, ওই যুবক গোটা একটি ব্লেডকে ভেঙে দু’টি টুকরো করে গিলে ফেলেন। শরীরের মধ্যে দিয়ে যাওয়ার সময়ে অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হওয়ায় তাঁর রক্তবমি শুরু হয়। তবে অস্ত্রোপচারের পর যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন তাঁরা। কিন্তু এত খাবার থাকতে হঠাৎ কেন ব্লেড খেতে হল তাঁকে, তা পরিবারের লোক বা চিকিৎসক, কাউকেই জানাতে চাননি ওই যুবক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন