Dona Ganguly Dance Workshop

কেমব্রিজে ডোনা! বিলেতের বিশ্ববিদ্যালয়ে ওড়িশি নৃত্যের কর্মশালা করাবেন সৌরভ-পত্নী

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে ওড়িশির কর্মশালা করাবেন ডোনা গঙ্গোপাধ্যায়। উচ্চাঙ্গ নৃত্য নিয়ে হবে গল্প। শেখাবেন নানা খুঁটিনাটিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ২০:০২
Share:

সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

দেশ-বিদেশে তাঁর নাচের অনুষ্ঠান হয়েই থাকে। এ শহরে রয়েছেন তাঁর বহু শিক্ষার্থী। এ বার ওড়িশি নৃত্য সংক্রান্ত নানা ভাবনা শেখাতে বিলেতে পাড়ি দিচ্ছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।

Advertisement

শনিবার, ১৪ জুন বিকেল ৩টে নাগাদ শুরু হবে কর্মশালা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাতে যোগ দেওয়ার জন্য নাম লেখানোর পালা। মাত্র ৫০টি আসন। ফলে শিল্পীর বিশ্বাস, ভারতীয় উচ্চাঙ্গ নৃত্যে প্রকৃত উৎসাহীরাই উপস্থিত থাকবেন সেখানে। আনন্দবাজার ডট কমকে ডোনা বলেন, ‘‘শহরের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আগেও কর্মশালা করিয়েছি। তবে বিদেশের বিশ্ববিদ্যালয়ে ওড়িশির কর্মশালা এ বারই প্রথম করাচ্ছি। সেখানে নানা দেশ থেকে পড়ুয়ারা আসেন। ফলে কর্মশালায় উপস্থিত থাকবেন বহু দেশের শিক্ষার্থীরা। এ বার নতুন ধরনের অভিজ্ঞতা হবে।’’

ওড়িশি নৃত্য সংক্রান্ত নানা ভাবনা শেখাতে বিলেতে পাড়ি দিচ্ছেন নৃত্যশিল্পী ডোনা। ছবি: সংগৃহীত।

যাঁদের উচ্চাঙ্গ নৃত্যের যথেষ্ট অভিজ্ঞতা আছে, শুধু কি তাঁরাই যোগ দিতে পারবেন সেই কর্মশালায়? শিল্পীর উত্তর, তেমন কোনও নিয়ম নেই। নৃত্য নিয়ে লেখাপড়ায় উৎসাহ থাকলেই যোগ দেওয়া যাবে। শুধু বয়স হতে হবে ১৮ বছরের উপরে।

Advertisement

এর আগে নাচের কোনও অভিজ্ঞতা না থাকলেও ডোনার কর্মশালায় আসতে বাধা নেই। কারণ, সেখানে যে শুধু নৃত্যের পাঠই দেওয়া হবে, এমন নয়। বরং ওড়িশি নাচের ইতিহাস নিয়েও আলোচনা হবে। কথায় কথায় উঠে আসবে তাল-ছন্দ ব্যবহারের নানা দিক। আলোচনা হবে ভারতীয় আরও বহু ধারার উচ্চাঙ্গ নৃত্য নিয়েও। তারই সঙ্গে নাচের মুদ্রা ও নানা ভঙ্গি শিখিয়ে দেবেন শিল্পী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement