হেঁশেলের খুব সাধারণ কাজ, কিন্তু তাড়াহুড়োর সময় মনে হয়, একটা মিনিটও অনেক। হাজার রকম কাজের ঝক্কি যত কম হয় ততই ভাল।
যেমন চায়ের ছাঁকনি। ঝকঝকে রাখতে বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করেন নিশ্চয়ই। কিন্তু সাদা ফেনায় ভরে যাওয়া ছাঁকনিটি কলের মুখে রাখলে ধুতে অনেক ক্ষণই সময় লেগে যায়। কলের জল নির্দিষ্ট বেগে পড়ে ঠিকই, কিন্তু তা স্বল্প পরিসরে। অথচ দ্রুত সাবান দেওয়া ছাঁকনি ধুতে হলে জলটি ছড়িয়ে পড়া দরকার।
এমন সমস্যার সমাধান করে দিয়েছেন একজন নেটাগরিক।সহজ থেকে জটিল— দৈনন্দিন হরেক কাজ কী ভাবে সুবিধাজনক করে তোলা যায় সেই ব্যাপারে পরামর্শ মেলে ইন্টারনেটে।
তেমনই একজন দেখিয়েছেন, কী ভাবে খুন্তির ব্যবহার করে এক নিমেষে ছাঁকনি ধোয়া যায়। কৌশল সাধারণ। কলের মুখে খুন্তি ধরুন, তার ঠিক নীচে ছাঁকনি। খুন্তি থাকায় জল ছড়িয়ে যাবে। ফলে ছাঁকনি ধোয়া সহজ হবে।
কলের মুখে আগে খুন্তি ধরলে কাজ সহজ হয়ে যাবে।
ছাঁকনির কালো দাগ তুলবেন কী ভাবে?
বাসন মাজার সাবান দিয়ে ঘষলেও কিন্তু ছাঁকনির কালো দাগ উঠতে চায় না। বিশেষত, চা ছাঁকার পর তা না ধুয়ে দীর্ঘ ক্ষণ ফেলে রাখলে দাগ হয়ে যায়।
ভিনিগার এবং বেকিং সোডা
১ টেবিল চামচ সাদা ভিনিগারে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন।মিশ্রণটি ছাঁকনির কালচে অংশে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। তার পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
ফুটন্ত জল
ছাঁকনি স্টিলের হল ফুটন্ত জলে মিনিটখানেক রেখে দিন। এতে পরিষ্কার হবে এবং জীবাণুমক্ত হবে ছাঁকনিটি।
পাতিলেবু
পাতিলেবুতে অ্যাসিডিক উপাদান থাকে, যা কালচে দাগ দূর করে। ছাঁকনিতে পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিন। মিনিট ১৫ পরে সাবান দিয়ে ধুয়ে নিন।