Home Remedies

শীতে চুলের নানা সমস্যা মেটান ঘরোয়া উপায়ে

শীতের শুরুতেই চুল ভীষণ নাছোড়বান্দা হয়ে পড়ে। চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে। তাই আলাদা ভাবে চুলের একটু যত্ন নিন।

Advertisement

নিজস্ব প্রতিবেন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ১৮:৫৩
Share:

শীতের শুরুতেই চুল ভীষণ নাছোড়বান্দা হয়ে পড়ে। চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে। তাই আলাদা ভাবে চুলের একটু যত্ন নিন। শীতকালে সব থেকে বড় সমস্যা ত্বকের আর্দ্রতা কমে যায়। এরফলে চুলের বিভিন্ন সমস্যা দেখা যায়‚ যেমন স্প্লিট এন্ডস, চুল পড়া খুসকির সমস্যা। কিছু ঘরোয়া উপায়ে আপনার এই সমস্যা দূর করতে পারেন আপনিও। সেই উপায়গুলি জেনে নিন-

Advertisement

১। মধু খুব ভাল ময়শ্চারাইজার-এর কাজ করে। মধু নিয়ে ভাল করে চুলের গোড়া থেকে স্ক্যাল্পে লাগান। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। আরও ভাল হয় যদি মধু দই আর অলিভ একসঙ্গে মিশিয়ে মাথায় লাগান। আধঘণ্টা লাগিয়ে রেখে হাল্কা গরম জলে ধুয়ে ফেলুন।

২। নিয়মিত ভাবে যদি অ্যাভোকাডো অয়েল চুলে লাগাতে পারেন তা হলে চুল তো চকচকে হবেই। সঙ্গে চুলের গোড়াও ভাঙবে না। আরও ভাল ফল পেতে সপ্তাহে দুদিন এই তেল লাগান। চুল আরও নরম করতে অ্যাভোকাডো তেলের সঙ্গে একটা ডিম মিশিয়ে চুলে লাগান। একঘণ্টা পর কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

Advertisement

৩। মাঝারি সাইজের একটা পাকা পেঁপে নিয়ে খোসা ছাড়িয়ে নিন। ছোট টুকরো করে কেটে দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। এটা এবার চুলে ভাল করে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে চুল ধুয়ে নিন। এটা সপ্তাহে একদিন করতে পারলে খুব ভাল হয়।

৪। যাদের চুল খুব ড্রাই তারা এটা ট্রাই করে দেখতে পারেন। এক চামচ মেথি দানা ভাল করে বেটে নিন। এতে এবার দই মেশান। ভাল করে এই মিশ্রণটা মাথায় লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫। নিয়মিত নারকোল তেল লাগালে চুল নরম থাকবে। সারারাত মাথায় তেল লাগিয়ে রাখুন। সকালে উঠে ডিমের সাদা অংশ লাগিয়ে আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

৬। শ্যাম্পু করে মাথা যদি একবার বিয়ার দিয়ে ধুয়ে নিতে পারেন তাহলেও ভাল ফল পাবেন।

তবে এই ঘরোয়া টোটকাগুলো কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে। শুধু একদিন লাগিয়ে ফল পাবেন না।

আরও পড়ুন: শীতকালে ঠোঁটফাটায় অব্যর্থ টুথব্রাশ আর ভেসলিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement