teeth

ওষুধ ছাড়াই দাঁতের সমস্যাকে কব্জা করুন ঘরোয়া এই উপায়ে

জানেন কি, কোন ঘরোয়া উপায়ে সহজেই দাঁতের যে কোনও সমস্যা থেকে অনেকটা আরাম পাবেন? নামমাত্র খরচে এই উপায় কাজে আসতে পারে আপনারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৬:১১
Share:

দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে ঘরেই মজুত রাখুন সমাধান। ছবি: শাটারস্টক।

শীতে যে সব সমস্যার উপদ্রব বেশি বাড়ে, তার মধ্যে দাঁতের সমস্যা অন্যতম। ঠান্ডা আবহাওয়া দাঁতের ব্যথা বা দাঁতে নানা সমস্যাকে বাড়িয়ে তোলে। ঠান্ডায় দাঁতে শিরশিরানি বা ব্যথার প্রকোপও বাড়ে।

Advertisement

সাধারণত দাঁতের বড়সড় কোনও সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া ভিন্ন উপায় থাকে না। কিন্তু অনেক সময় হাতের কাছে চিকিৎসক পাওয়া যায় না, কখনও বা চিকিৎসকের কাছে পৌঁছতে অনেকটা সময় লাগে।

কিন্তু ব্যথা বা সমস্যা কমার কোনও উপায় জানা থাকলে সে সময় আরাম পাওয়া যায়। তা ছাড়া ছোটখাটো দাঁতের সমস্যা সারাতেও এই সব উপায় কাজে আসে।

Advertisement

ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন

আরও পড়ুন: একই হেলমেট বা টুপি অনেকে ব্যবহার করেন? কী ক্ষতি করছেন জানেন?

জানেন কি, কোন ঘরোয়া উপায়ে সহজেই দাঁতের যে কোনও সমস্যা থেকে অনেকটা আরাম পাবেন? নামমাত্র খরচে এই উপায় কাজে আসতে পারে আপনারও।

খুব সহজে মেলে এমন দুই উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সমাধান। প্রয়োজন কেবল নারকেল তেল ও লবঙ্গের গুঁড়ো। এ বার একটি পাত্রে নারকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে এই মিশ্রণ ব্রাশের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান। দিনে বার তিনেক এমনটা করলে অনেকটা আরাম মিলবে দাঁতের ব্যথা ও অন্যান্য সমস্যা থেকে।

আরও পড়ুন: মানুষ কেন বিশেষ কারও প্রতি আকৃষ্ট হয় জানেন?

নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের গোড়ার নানা সমস্যা ও সমক্রমণ রোধ করে। এ ছাড়া লবঙ্গের গুঁড়োয় থাকা ইউজিনল দাঁতের ব্যথা কমাতে খুবই কার্যকর ভূমিকা গ্রহণ করে। সুতরাং চিকিৎসকের কাছে যাওয়ার আগেই ব্যতাকে কব্জা করার এই সহজ উপায়ে আস্থা রাখলে আরাম পাবেন সহজেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন