ডায়াবেটিসের সঙ্গে চোখের নানা অসুখের সম্পর্ক রয়েছে। এ বার এই দুইয়ের একসঙ্গে চিকিৎসার সুযোগ মিলবে মধ্যমগ্রামেও। এই উদ্দেশ্যে মধ্যমগ্রামের চৌমাথার কাছে একটি চক্ষু হাসপাতাল তৈরি করল এক বেসরকারি সংস্থা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চোখের নানা জটিল রোগের চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিসেরও চিকিৎসা হবে। খরচও থাকবে নাগালের মধ্যে।