Lifestyle News

প্রোফাইল পিকচার সুরক্ষিত করতে বিশেষ কন্ট্রোল টুল নিয়ে এল ফেসবুক

ফেসবুক ও ভারতের কয়েকটি সুরক্ষা সংস্থার করা একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ভারতের অনেক মহিলাই যেই প্রোফাইল পিকচারে তাদের মুখ আছে এমন ছবি শেয়ার করতে ভয় পান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ১৭:৩৬
Share:

কখনও অন্যের ছবি ব্যবহার করে ফেক প্রোফাইল তৈরি, কখনও বা আরও গুরুতর কোনও সাইবার ক্রাইম। সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনা আকছারই ঘটে চলেছে। আর অধিকাংশ ক্ষেত্রেই এর শিকার হচ্ছেন মেয়েরা। ভারতীয় মহিলাদের মধ্যে এই ফেক প্রোফাইল ও ক্রাইম রিপোর্টিং-এর হার সবচেয়ে বেশি। প্রোফাইল পিকচার আরও সুরক্ষিত করতে তাই এ বার ভারতীয়দের জন্য বিশেষ কন্ট্রোল টুল নিয়ে এল ফেসবুক।

Advertisement

ভারতীয় মহিলারা কেন প্রোফাইল পিকচার শেয়ার করেন না

ফেসবুক ও ভারতের কয়েকটি সুরক্ষা সংস্থার করা একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ভারতের (ভারত থেকে যে সব প্রোফাইল চালানো হয়) অনেক মহিলাই যেই প্রোফাইল পিকচারে তাদের মুখ আছে এমন ছবি শেয়ার করতে ভয় পান। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার আরতি সোনম তাঁর পোস্টে লিখেছেন, ‘‘আজ আমরা এমন এক টুল নিয়ে আসার চেষ্টা করেছি যাতে ভারতের মহিলারা তাদের প্রোফাইল পিকচার কারা শেয়ার করছে, ডাউনলোড করছে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। ভারতে সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট আমরা পেয়েছি তার উপর নির্ভর করে অন্য দেশেও একই সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: ২৮ হাজারি স্মার্টফোন সারানোর বিল ৪৮ হাজার!

নতুন কন্ট্রোল

ভারতীয়রা ফেসবুকে স্টেপ বাই স্টেপ গাইডের সাহায্যে অপশনাল প্রোফাইল পিকচার গার্ড ব্যবহার করতে পারবেন।

এই গার্ড লাগালে-

অন্য কেউ আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড, শেয়ার এবং মেসেঞ্জারে পাঠাতে পারবেন না।

যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই তারা ছবি থেকে কাউকে ট্যাগ করতে পারবে না। তাদের নিজেদেরও না।

যেখানে সম্ভব হবে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়াও রুখে দেওয়া যাবে। এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনেই যা সম্ভব।

প্রোফাইল পিকচার সুরক্ষিত তা বোঝানোর ভিজ্যুয়াল কিউ হিসেবে ছবির চারপাশে ব্লু বর্ডার আসবে।

সেন্টার ফল সোশ্যাল রিসার্চ, লার্নিং লিঙ্কস ফাউন্ডেশন, ব্রেকথ্রু অ্যান্ড ইউথ কি আওয়াজের মতো সংস্থাগুলোর পার্টনারশিপে এই টুলগুলো তৈরি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন