Father's Day

Father’s Day: সন্তানেরা যেন সকলকে নিয়ে চলতে শেখে, পিতৃত্ব দিবসে বার্তা কর্ণের

ব্যক্তি হিসেবে যেন ভাল হয় দুই সন্তান, বাবা হিসেবে এটুকু‌ই চান কর্ণ। ইনস্টাগ্রামের পাতায় লিখলেন, সচেতন ভাবে সন্তানদরে বড় করা প্রয়োজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৮:০৫
Share:

দুই সন্তানের সঙ্গে কর্ণ। ফাইল চিত্র

নিজের মতো করে সন্তানকে বড় করার ইচ্ছা অনেকেরই থাকে। তবু চারপাশের নানা মত ঢুকে পড়ে। সন্তানদের মনে সমাজের ঠিক-ভুলের ধারণা ছাপ ফেলে। নিজের মূল্যবোধ তার চেয়ে অন্য রকম হলেও হয়তো বা সন্তানকে সব সময়ে সে কথা জানানোর সুযোগ ঘটে না। কিন্তু কর্ণ জওহর এ বিষয়ে কড়া। নিজের দুই সন্তানকে মনের মতো করেই বড় করছেন তিনি। পিতৃত্ব দিবসে সে বার্তাই দিলেন। দুই সন্তান যশ ও রুহির সঙ্গে ছবি দিলেন নেটমাধ্যমে। সঙ্গে জানালেন, তিনি কী ভাবে বড় করতে চান দুই সন্তানকে।

Advertisement

সামাজিক মূল্যবোধ বড় কথা নয়। ব্যক্তি হিসেবে যেন ভাল হয় দুই সন্তান, বাবা হিসেবে এটুকু‌ই চান কর্ণ। ইনস্টাগ্রামের পাতায় লিখলেন, সচেতন ভাবে সন্তানদরে বড় করা প্রয়োজন। পৃথিবী তাতেই আরও সুন্দর হয়ে উঠবে। সন্তানদের শেখাতে হবে কী ভাবে সকলকে সম্মান দিতে হবে।

চারপাশে কী ঘটছে, সে সব দেখেই শেখে শিশুরা। ‘ফলে তাদের সামনে আমরা কোন কথা বলব, তা খেয়াল রাখা জরুরি,’ বক্তব্য কর্ণের। তাঁর মতো সব পিতাদের এই দিনটির শুভেচ্ছা জানালেন কর্ণ। সঙ্গে বুঝিয়ে দিলেন, তাঁর মতো হতে গেলে কেমন বাবা হওয়া প্রয়োজন। তিনি সেই বাবা, যিনি সন্তানদের সব পাশে থাকেন কিন্তু তাঁদের সব কাজ নিয়ন্ত্রণ করেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement