একস্টাসি। সাদার্ন অ্যাভিনিউয়ে লেক রোড মোড়ের কাছেই রয়েছে এই রেস্তোরাঁটি।<br> সি-ফু়ড খেতে যাঁরা ভালবাসেন তাঁদের কাছে ইতিমধ্যেই বেশ পছন্দের জায়গা এটি। চাইনিজ খাবার মিললেও সাধ্যের মধ্যে সি-ফুডের জন্য এখানে ঢুঁ মারতে পারেন।<br> অর্ডার করুন স্কুইড ফ্রাই, রেড সি-ফুড নুডলস ও প্যান ফ্রায়েড অক্টোপাস। দু’জনের খাওয়ার খরচ প্রায় ৬০০ টাকার কাছাকাছি।
জয় হিন্দ ধাবা। দিনে, রাতে যে কোনও সময় আসুন— মানুষজনের ভিড়ে সম সময়ই জমজমাট এই রেস্তোরাঁ।<br> ইতিমধ্যেই শহরের ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে এখানকার পঞ্জাবি খানা। চিকেন ভর্তা, বাটার চিকেন, পনির বাটার মশালা বা তন্দুরি চিকেন নিয়ে জমিয়ে বসতে পারেন এখানে।<br> মাত্র ৫০০ টাকায় সেরে ফেলতে পারেন দু’জনের ডিনার।
টুং নাম। টেরিটি বাজারের রাস্তায় গেলে অনেকেই এখানে খেতে ঢোকেন। পোদ্দার কোর্টের কাছে এই ছোট্ট রেস্তোরাঁর পুরনো ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তেমন সাজানোগোছানো না হলেও এখানকার পর্কের ডিশের নাম শুনলেই জিভে জল আসে বহু রসিকের।<br> বেবিকর্ন মাশরুম, ফ্রায়েড ওয়ান্টনের মতো চাইনিজ ডিশের আগে অর্ডার করুন চিকেন ওয়ান্টন স্যুপ। জমে যাবে সন্ধেটা।<br> ৬০০ টাকায় জনা দুই বেশ হেসেখেলে পেট ভরাতে পারবেন।
রাজ’স স্প্যানিশ ক্যাফে। সাদার স্ট্রিটে ঘুরতে আসা ভিন্দেশি সাহেবসুবো হোক বা নিউ মার্কেটে শপিং করে ফেরা কলেজপড়ুয়া— সস্তায় সুস্বাদু স্প্যানিশ খাবারের টানে ঘুরে যান অনেকেই।<br> স্প্যানিশ ছাড়াও এখানকার মেক্সিকান আর ইতালিয়ান খাবারেও নোলা ডোবাতে পারেন। কফির সঙ্গে পাবেন স্যুফলে, পাস্তার নানা ভ্যারাইটি। ৬০০ টাকার মধ্যেই থাকবে আপনার বাজেট।
গ্রাব ক্লাব। গোলপার্কের এই রেস্তোরাঁ প্রায় সব সময়ই ভিড়ে ঠাসা থাকে। কলেজপড়ুয়াদের ভিড় তো আছেই।<br> আশপাশের বহু বাসিন্দাই এখানে ডিনার করতে আসেন। গোলপার্ক ছাড়াও টালিগঞ্জে এর শাখা রয়েছে।<br> চাইনিজ ফুডের মধ্যে ক্রিসপি চিলি পটেটো, চিকেন হানি ললিপপ অর্ডার করুন। আর হাল্কা কিছু খাওয়ার মুডে থাকলে এখানকার মোমো খেয়ে দেখতে পারেন। দু’জনের জন্য খরচ মাত্র সাড়ে ৪০০ টাকা।
মিশন ক্যাফে। কম দামে চাইনিজ, উত্তর ভারতীয় বা দক্ষিণী খাবার খেতে হলে এখানে যেতে পারেন।<br> নিরামিষাশীদের জন্য একেবারে আদর্শ জায়গা। চাঁদনি চক ছাড়াও এটি শাখা খুলেছে সল্টলেক সেক্টর ফাইভ ও গোলপার্কে।<br> চানা কুলচা ছাড়াও খেতে পারেন সেজওয়ান মশালা দোসা বা হাওয়াই টোস্ট। ৫০০ টাকার মধ্যেই দিব্যি খাওয়া হয়ে যাবে দু’জনের।
দ্য হাংরি টাইড। স্বয়ং অভিতাভ ঘোষ শুনলে নিশ্চয়ই খুশি হবেন যে তাঁর বিখ্যাত উপন্যাসের নামে একটা রেস্তোরাঁ রয়েছে কলকাতা শহরের বুকে।<br> কন্টিনেন্টাল খাবার মানেই যে পকেট ফাঁকা করা দাম নয় তা এই রেস্তোরাঁয় এলে মালুম হয়। হিন্দুস্তান পার্কের পাশাপাশি এখন ঢাকুরিয়াতেও এর শাখা রয়েছে।<br> এখানকার চিকেন তেত্রাজিনি, চিলি পর্ক আর গ্রিলড ফিস বেশ বিখ্যাত। ৭০০ টাকার আশপাশে জনা দুইয়ের ভাল রকমের খাওয়া হয়ে যাবে।