Indian cricketers car collections

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি গাড়ির মালিক কে? পাঁচ জনের তালিকায় প্রথম তিনে নেই কোহলি

ক্রিকেটারদের বিলাসিতায় মোড়া বাড়ির অন্দরের খোঁজ পাওয়া যায় মাঝেমাঝেই। কিন্তু তাঁদের গ্যারাজে কি কখনও উঁকি দিয়েছেন? কেউ গাড়ি কেনেন পোশাকের মতো করে, কেউ আবার কোনও একটি গাড়ি এক মাসের বেশি চড়েন না। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কার কাছে রয়েছে সবচেয়ে দামি গাড়ি, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৪:০৭
Share:

বিলাসবহুল গাড়ির সম্ভার রয়েছে বিরাট কোহলির। ছবি: সংগৃহীত।

বাইশ গজের বাইরে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের মনে। তাঁরা কার সঙ্গে ডেটে যাচ্ছেন, ছুটি কাটাতে কোথায় যাচ্ছেন— সেই সব নানা বিষয়ে ব্যাপক আগ্রহ থাকে তাঁদের মনে। প্রিয় খেলোয়াড়ের শৌখিন এবং বিলাসবহুল জীবনের গতিবিধিরও খবর চান অনুরাগীরা। তারকাদের বিলাসিতায় মোড়া বাড়ির অন্দরের খোঁজ পাওয়া যায় মাঝেমাঝেই। কিন্তু তাঁদের গ্যারাজে কি কখনও উঁকি দিয়েছেন? কেউ গাড়ি কেনেন পোশাকের মতো করে, কেউ আবার কোনও একটি গাড়ি এক মাসের বেশি চড়েন না। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কার কাছে রয়েছে সবচেয়ে দামি গাড়ি, রইল হদিস।

Advertisement

রোলস রয়েস ফ্যানটম। ছবি: সংগৃহীত।

হার্দিক পাণ্ড্য

হার্দিকের শৌখিন মনোভাবের প্রকাশ পায় তাঁর হাবভাবেই। পোশাক থেকে প্রসাধনী— সব বিষয়ে ভারতের অন্য ক্রিকেটারদের গোলের পর গোল দিতে পারেন তিনি। গাড়ি কেনার বিষয়েও পিছিয়ে নেই তিনি। এখনও ভারতের হয়ে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবেচেয়ে দামি গাড়িটি কিন্তু রয়েছে হার্দিকের কাছে। এই তারকার কাছে রয়েছে রোলস রয়েস ফ্যানটম। এই গাড়ির দাম প্রায় ৯ কোটি টাকা।

Advertisement

রোলস রয়েস রেথ। ছবি: সংগৃহীত।

রবীন্দ্র জাডেজা

বিলাসবহুল গাড়ি কেনার শখ রয়েছে রবীন্দ্র জাডেজারও। দামি গাড়ি কেনার বিষয়ে রোহিত, বিরাটকেও হার মানিয়েছেন তিনি। তাঁর সংগ্রহে রয়েছে অডি কিউ৭, বিএমডব্লিউ এক্স১, জাগুয়ার এক্সএফ-এর মতো বিলাসবহুল গাড়ির সম্ভার। ক্রিকেটারের কাছে রয়েছে রোলস রয়েস রেথ গাড়ি, যার দাম প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

ল্যাম্বরগিনি উরুস। ছবি: সংগৃহীত।

রোহিত শর্মা

গাড়ির বিষয়ে বেশ শৌখিন রোহিত শর্মাও। তাঁর সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার এইচএসই এলডাব্‌লিউবি, মারসিডিজ় বেন্‌জ় এস ক্লাসের মতো বিলাসবহুল গাড়ি। এখানেই শেষ নয়, রোহিতের সংগ্রহে সবচেয়ে দামি যে গাড়িটি রয়েছে সেটি হল ল্যাম্বরগিনি উরুস। এই গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা।

বেন্টলে কন্টিনেন্টাল জিটি। ছবি: সংগৃহীত।

বিরাট কোহলি

বিলাসবহুল গাড়ির সম্ভার রয়েছে বিরাট কোহলির কাছেও। অডি আরএইট এলএসএক্স থেকে শুরু করে অডি আরএইট ভি১০ প্লাস, রেঞ্জ রোভার ভোগ থেকে ল্যাম্বরগিনি হুরাক্যান— বিরাটের কাছে রয়েছে দামি দামি গাড়ির সম্ভার। কিং কোহলির সবচেয়ে দামি গাড়ির নাম হল বেন্টলে কন্টিনেন্টাল জিটি। এই গাড়ির দাম প্রায় ৪ কোটি টাকা।

অ্যাসটন মার্টিন ডিবি১১। ছবি: সংগৃহীত।

কেএল রাহুল

বিরাটের থেকে বেশি পিছিয়ে নেই কেএল রাহুলও। তাঁর সংগ্রহেও রয়েছে চোখধাঁধানো গাড়ির সম্ভার। ল্যাম্বরগিনি হুরাক্যান স্পাইডার থেকে বিএমডব্লিউ এক্স৭, অডি আর৮ থেকে রেঞ্জ রোভার ভেলারের মতো বাহারি গাড়ি রয়েছে ক্রিকেটারের কাছে। এ ছাড়াও কে এল রাহুলের রয়েছে অ্যাসটন মার্টিন ডিবি১১। এই গাড়ির দাম প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement